মহমেডান স্পোর্টিং-এর কোচিং দায়িত্ব নিলেন অভিজ্ঞ রাশিয়ান কোচ আন্দ্রে আলেকসেয়েভিচ চের্নিশভ। ময়দানে জল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। ময়দানের বটতলায কান পাতলেই শোনা যাচ্ছিল মহমেডানের দায়িত্বে এবার আসতে পারেন রাশিয়ান কোচ। অবশেষে সেই জল্পনা সত্যিই হল, অভিজ্ঞ রাশিয়ান কোচ আন্দ্রে আলেকসেয়েভিচ চের্নিশভ নিজের হাতে দায়িত্ব নিলেন মহমেডান স্পোর্টিং-এর। গত দু’দশক ধরে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে রাশিয়ান এই কোচ প্রথমবার ভারতের মাটিতে নেমে ভারতের কোনও ক্লাবের কোচিং দায়িত্ব সামলাবেন। চের্নিশভের রয়েছে উয়েফা প্রো লাইসেন্স।
গত মরসুমে দীর্ঘ সাত বছর পরে আইলিগের মূলপর্বে উঠেছিল মহমেডান স্পোর্টিং। লিগের চ্যাম্পিয়নশিপ পর্বেও যোগ্যতা অর্জন করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের দরজা খুলতে পারেনি সাদা কালো ব্রিগেড। এখন রাশিয়ান কোচ আন্দ্রে আলেকসেয়েভিচ চের্নিশভের হাত ধরে অতীতের সাফল্যকে ফিরিয়ে আনতে চাইছেন মহমেডান স্পোর্টিং-এর কর্তারা।
৫৩ বছর বয়সী এই কোচকে নিয়ে মহমেডান স্পোর্টিং-এর অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক দানিশ ইকবাল বলেছেন, ‘আন্দ্রে চের্নিশভকে প্রধান কোচ হিসাবে আনতে পেরে আমরা খুশি এবং আমাদের বিশ্বাস যে উনি নিজের যোগ্যতা দিয়ে ক্লাবে সাফল্য আনবেন। চের্নিশভ যুব খেলোয়াড় তুলে ধরতে পছন্দ করেন। আমদের মহমেডান স্পোর্টিং-এরও লক্ষ্য ভারতীয় ফুটবলের প্রতিভাকে তুলে আনা, ফলে আমাদের সঙ্গে চের্নিশভের মানিয়ে নিতে ভালই লাগবে।’
২০০২ সালে রাশিয়ার অনুর্ধ্ব ২১ দলের দায়িত্ব সামলেছিলেন আন্দ্রে আলেকসেয়েভিচ চের্নিশভ। এছাড়াও স্পার্টাক মস্কো, ডিনামো বিলিসি, ভিটেবস্ক, ডিনামো ব্রিয়ানস্ক এবং আকঝায়িকের মত ক্লাবের দায়িত্ব সামলেছিলেন চের্নিশভ। খেলোয়াড় হিসাবে ১৯৯০ সালে অনুর্ধ্ব ২১ পর্যায়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন দলের সদস্য ছিলেন। এছাড়া ১৯৯২ সালের ইউরোতে স্বাধীন প্রদেশের কমনওয়েলথের হয়ে অংশ নিয়েছিলেন চের্নিশভ। নতুন কোচের দিকে অনেক আশা থাকবে মহমেডান সমর্থকদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।