আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে সম্ভবত ছিটকে যেতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড়। হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে কব্জিতে চোট পান রুতুরাজ। ম্যাচের পরে তিনি নিজেই জানান এ কথা। বর্তমানে তিনি রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই তাঁর চোটের চিকিৎসা চলবে। গায়েকোয়াড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন।
২৫ বছর বয়সী ওপেনার তাঁর শেষ রঞ্জি ম্যাচে রান পাননি। করেছেন ৮ এবং ০। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরে রুতুরাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমকে জানান, ব্যাটিং করার সময় তিনি তাঁর ডান কব্জিতে ব্যথা অনুভব করেন। তারপরই বোর্ডের চিকিৎসকদের পরামর্শে এনসিএতে আসেন।
কব্জির চোটের কারণে এর আগে জুলাই মাসে শ্রীলঙ্কার সিরিজে বাদ পড়েছিলেন তিনি। রুতুরাজ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই সেঞ্চুরি সংগ্রহ করেন তিনি। তাঁর হঠাৎ চোটের কারণে সমীকরণ বদলেছে ভারতীয় দলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য তিনি যদি খেলতে না পারেন তাহলে তাঁর পরিবর্তে দলে জায়গা পেতে পারেন মুম্বইয়ের পৃথ্বী শ। কিছুদিন আগেই মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে রেকর্ড রান করেছেন। ৩৭৯ রান করে চমকে দিয়েছিলেন সকলকে। যা রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান।
অন্যদিকে ভারতীয় মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারও পিঠের চোটের জন্য এনসিএ-তে আছেন। এই কারণেই আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। জাতীয় নির্বাচক কমিটি তাঁর পরিবর্তে রজত পতিদারকে দলে নেয়। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বিবৃতি দিয়ে জানান, ‘ভারতের ব্যাটার শ্রেয়স পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের সঙ্গে একদিনের সিরিজ খেলতে পারবে না। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে।’ তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসে শুরু হতে চলা প্রথম দুই টেস্টের জন্য আইয়ারকে দলে রাখা হয়েছে।