শুভব্রত মুখার্জি: একদিকে বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যাবেলায় উইম্বলডনের ঘাসের কোর্টে ইতিহাস গড়ে প্রথম আরব কন্যা হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিউনিশিয়ার ওন্স জাবেউর। অপরদিকে অন্য সেমিফাইনালে হেরে গেলেন প্রাক্তন চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। ২০১৯ সালের উইম্বলডন চ্যাম্পিয়নকে হারিয়ে বলা ভালো অঘটন ঘটিয়ে জাবেউরের বিরুদ্ধে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন রিবাকিনা।
চলতি উইম্বলডনে প্রথম পাঁচ ম্যাচে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। তবে আশ্চর্যজনকভাবে সেমিফাইনালে তিনি কার্যত কোন লড়াই করতে পারেননি। বলা ভালো দাঁড়াতেই পারেননি তিনি এলেনা রিবাকিনার বিরুদ্ধে। একপেশে ম্যাচে প্রাক্তন চ্যাম্পিয়নকে গুঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন এলেনা রিবাকিনা। ফাইনালে তার প্রতিপক্ষ ওন্স জাবের। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে বৃহস্পতিবার দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হ্যলেপকে ৬-৩, ৬-৩ গেমে হারালেন রিবাকিনা।
আগেই কাজাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনও গ্রান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠে রিবাকিনা ইতিহাস গড়েছিলেন। ২৩ বছর বয়সি এই খেলোয়াড় এবার নজির সৃষ্টি করে উঠে গেলেন ফাইনালেও। উইম্বলডনের ২০১৯ সালের চ্যাম্পিয়ন হ্যালেপ ঘাসের কোর্টে ১২ ম্যাচ পর হারের স্বাদ পেলেন। এদিনের আগে হ্যালেপ জিতেছিলেন টানা ২১ সেট। আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবেন দুই নজির সৃষ্টিকারী খেলোয়াড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।