দক্ষিণ আফ্রিকার মাটিতে এই সফরের আগে কোনও ফর্ম্যাটেই একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে তৃতীয় ওয়ান ডেতে নয় উইকেটে প্রোটিয়াদের দুরমুশ করে শুধু ম্য়াচ নয়, সিরিজও জিতে নিল বাংলা টাইগাররা। সিরিজ শুরুর আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিলেন অধিনায়ক তামিম ইকবাল, সত্যি হল তাঁর স্বপ্ন।
তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে সেঞ্চুরিয়ানে মাত্র ৩৭ ওভারেই দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে গুটিয়ে বাংলাদেশ। তাসকিন নেন পাঁচ উইকেট। জবাবে ব্যাট করতে নেমেও অব্যাহত বাংলাদেশের দাপট। তামিম ও লিটন দাসের শতরানের ওপেনিং পার্টনারশিপেই কাজটা সিংহভাগ হয়ে গিয়েছিল। পরে লিটন ৪৮ রানে আউট হলেও তামিম শেষ পর্যন্ত টিকে থেকে ৮৭ রানের ইনিংস খেলে দলকে নয় উইকেটে জয় এনে দেন।
এই ম্যাচেই শতরানের পার্টনারশিপের দৌলতে বাংলাদেশের হয়ে সর্বকালীন ইতিহাস গড়লেন তামিম ও লিটন। বাংলাদেশ ওপেনারদের এই ম্যাচে গড়া ১২৭ রানের পার্টনারশিপই দেশের বাইরে বাংলাদেশ ওপেনারদের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে বাংলাদেশ ওপেনারদের দেশের বাইরে ওয়ান ডেতে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ১১৭ রানের। দুই বছর আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই নজিরও অবশ্যই তামিম ও লিটনই গড়েছিলেন। সুতরাং, নিজেদেরই রেকর্ড ভাঙলেন বাংলাদেশের দুই তারকা ব্যাটার।