একে তো দুই টেস্টেই আত্মসমর্পণ করে হোয়াইটওয়াশ হতে হয়েছে সিরিজে। তার উপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টে আচরণবিধি ভঙ্গ করে আইসিসির শাস্তির মুখে পড়তে হল বাংলাদেশের নবাগত পেসার খালেদ আহমেদকে। বরং বলা ভালো যে, ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মেরে শাস্তি পেলেন খালেদ।
দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কাইল ভেরেইনের দিকে বিপজ্জনকভাবে বল ছুঁড়ে ম্যাচ রেফারির রোষের মুখে পড়েন ২৯ বছর বয়সী ডানহাতি বোলার। তাঁকে কোড অফ কন্ডাক্টের ২.৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে খালেদের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়।
প্রাথমিক পর্যায়ের (লেভেল-১) অপরাধের জন্য জরিমানা ছাড়াও খালেদের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়। গত ২৪ মাসে এটি তাঁর প্রথম আচরণবিধি উলঙ্ঘনের ঘটনা বলে আরও বড়সড় শাস্তি এড়িয়ে গিয়েছেন আহমেদ।
টেস্টের দ্বিতীয় দিনে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস চলাকালীন ৯৫তম ওভারে কাইল সামনের দিকে ডিফেন্সিভ শট খেললে বল চলে যায় বোলার খালেদের কাছে। তিনি বল ধরে ফের ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে দেন, যা ফিল্ড আম্পায়ারদের চোখে বিপজ্জনক মনে হয়েছে। বল গিয়ে লাগে ব্যাটসম্যানের গ্লাভসে।
দুই অনফিল্ড আম্পায়ার এরাসমাস ও পালেকের এবং তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান খালেদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেন। সেই অনুযায়ী ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তিবিধান করেন আহমেদের। শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশের পেসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।