শুভব্রত মুখার্জি
চলতি বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ভাল কাটছে। বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে গিয়ে টাইগাররা সেদেশে তাঁদের প্রথম টেস্ট জয় তুলে নিয়েছিলেন। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই সুপার স্পোর্টস পার্কে তাঁরা এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, প্রোটিয়াভূমে এটাই তাঁদের প্রথম কোনও ওয়ান ডে ম্যাচে জয়। স্বাভাবিকভাবেই সেই জয়ের পরে আত্মবিশ্বাসে ভরপুর গোটা টাইগার শিবির। টাইগারদের হয়ে এই ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে চারটি উইকেট নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। যদিও প্রথম ৪ ওভারে ৩৮ রান দিয়েছিলেন মেহেদি। তারপরেই ম্যাচের রং বদলে দিয়েছিলেন তিনি। সেই মেহদি এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, 'বড় স্বপ্ন' দেখা শুরু করেছে গোটা দল। বিদেশের মাটিতে সিরিজ জয় থেকে শুরু করে এশিয়া কাপ, এমনকী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া রয়েছে এই তালিকায়।
আপাতত প্রোটিয়াভূমে সিরিজ জয়ের স্বপ্ন বুঁদ বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচের জয়ে বড় অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। তারপরেই তিনি গোটা টিমের 'বড়' স্বপ্নের কথা জানিয়েছেন। বিদেশে সিরিজ জয়ের পাশাপাশি এশিয়া কাপ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখতে শুরু করেছেন টাইগাররা।
সিরিজের শুরুতেই এই জয় বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করেছে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রযওনা হওয়ার আগে সিরিজ নিয়ে কথা হয়েছিল অধিনায়ক তামিম ইকবাল ও মিরাজের। মিরাজ মনে করেন, এই সফরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে।
মিরাজ জানিয়েছেন, 'স্বপ্ন যদি বড় না হয়, তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আর ও ভালো কিছু করতে চাই। দেশে যেমন আমরা সিরিজ জিতি, বিদেশেও সিরিজ জিততে চাই। আমরা এশিয়া কাপ জিততে চাই। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই। তাই আমাদের চিন্তাভাবনাও ওরকম যে আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারি। দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা ওইভাবেই পরিকল্পনা করছি এবং তা অনুসরণ করছি যে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয়লাভ করতে পারি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।