কেপটাউনে বায়ো-সিকিওর পরিবেশ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তারপরই দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের একদিনের ম্যাচের সিরিজ আপাতত স্থগিত করে দেওয়া হল। সোমবার একথা জানাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে।
ইংল্যান্ড বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, বর্তমান একদিনের সিরিজের বাকি ম্যাচগুলি স্থগিত রাখার বিষয়ে একমত হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ‘দু'দলের খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করার জন্য দুই বোর্ড যৌথভাবে সিদ্ধা্ত নিয়েছে।’
সেই সিরিজ কবে হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন ম্যাচের সিরিজ কবে হবে, সে বিষয়ে যৌথভাবে কাজ করবে ইসিবি এবং সিএসএ। যা আইসিসি ক্রিকেট মেনস সুপার লিগের অংশ।’
‘খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং কল্যাণ’ কারণ নিয়ে বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড়ের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত হয়েছেন কেপটাউনের হোটেলের দু'জন। যে বায়ো-সিকিওর হোটেলে থাকছিলেন খেলোয়াড়রা। রবিবার ইংল্যান্ডের তরফেও জানানো হয়, সফরকারী দলের দু'জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তা এখনও নিশ্চিত নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।