শুভব্রত মুখার্জি:
ইংল্যান্ড: ৩৪২/৭ (বাটলার ৯৪*, নরকিয়া ৬৪/২)
দক্ষিণ আফ্রিকা: ৩৪৭/৫ (বাভুমা ১০৯, মিলার ৫৮*, স্টোন ৪৮/২)
ব্লুমফন্টেনে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি রবিবারের ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করল তারা। তেম্বা বাভুমার অনবদ্য শতরানের পাশাপাশি এ দিন ডেভিড মিলারের ব্যাটেও উঠল ঝড়। ফলে নজির গড়া জয় পেল দক্ষিণ আফ্রিকা। রবিবার জিততে হলে গড়তে হত রেকর্ড। আর সেটাই করে দেখাল প্রোটিয়ারা। বড় রান তাড়া করার ক্ষেত্রে দুর্দান্ত শতরান করে ভিত তৈরি করে দেন তেম্বা বাভুমা। পরবর্তীতে ডেভিড মিলার ঝোড়ো পঞ্চাশ রান করে জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: আমার দোষ ছিল, বল কোথায় যাচ্ছে, দেখিনি- সুন্দরের রানআউট নিয়ে ভুল স্বীকার সূর্যের
পাশাপাশি ইংল্যান্ডকে ফের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা জিতে নিল ওয়ানডে সিরিজ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে পেল গুরুত্বপূর্ণ আরও ১০ পয়েন্ট। ব্লুমফন্টেনের ম্যানগাউং ওভালে দ্বিতীয় ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকা জয় পেল ৫ উইকেটে। ৩৪৩ রানের লক্ষ্য আয়োজকরা টপকে যায় ৫ বল বাকি থাকতে।
প্রসঙ্গত এই মাঠে ওয়ানডে-তে প্রথম বার তিনশোর বেশি রান তাড়া করে জয় পেল কোনও দল। আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিও ছিল দক্ষিণ আফ্রিকার। উল্লেখ্য, ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করে তারা জয় পেয়েছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: মাঠে ফিরেই ভারতীয়দের মধ্যে এক নম্বরে চাহাল, ভেঙে দিলেন ভুবনেশ্বরের দুর্দান্ত রেকর্ড
ম্যাচের এ দিনের নায়ক নিঃসন্দেহে বাভুমা। তিনি ১০২ বলে ১০৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। অপর দিকে ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন মিলার। ইংল্যান্ডকে এ দিন বড় রান করতে সাহায্য করেন জোস বাটলার। ব্রিটিশ অধিনায়ক ৮২ বলে খেলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুক ৭৫ বলে করেন ৮০ রান। মইন আলিও করেন ৫১ রান।
এ দিন দক্ষিণ আফ্রিকার বোলাররা বেশ খারাপ বোলিং করেন। ওয়াইড দেন ১৮টি! ৫০ ওভার শেষ করতে সময় লাগান চার ঘণ্টারও বেশি। এ দিন বোলিংয়ের খামতি পূরণ করেন তাদের ব্যাটাররা। রান তাড়ার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভিত গড়ে দেন। কুইন্টন ডি'কক এবং বাভুমা ওপেনিং জুটিতে ১২ ওভারে করেন ৭৭ রান। ২৮ বলে ৩১ রান করে ডি'কক আউট হলে ভাঙে জুটি। বাভুমা দ্বিতীয় উইকেটে রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। শেষ ৮ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ৫৯ রান। আর সেই রানটা করে তাঁরা ঐতিহাসিক ম্যাচ জয়ের মধ্যে দিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করেন। প্রসঙ্গত এই ম্যাচ হারের ফলে বুধবার কিম্বার্লিতে তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই লড়তে হবে ইংল্যান্ডকে।