বাংলা নিউজ > ময়দান > SA vs ENG: ‘সমস্যাটা কী রাসি?’ দ্বিতীয় ODI চলাকালীন তীব্র বাদানুবাদে জড়ালেন বাটলার-দাসেন- ভিডিয়ো

SA vs ENG: ‘সমস্যাটা কী রাসি?’ দ্বিতীয় ODI চলাকালীন তীব্র বাদানুবাদে জড়ালেন বাটলার-দাসেন- ভিডিয়ো

তীব্র বাদানুবাদ হল বাটলার-দাসেন।

দুই ক্রিকেটারের ঝামেলা শুরু হয় ১৯তম ওভারে। স্ট্যাম্প মাইকে ধরা পড়ে যায় তাঁদের তীব্র বাদানুবাদ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়ে ১৯তম ওভারে।

শুভব্রত মুখার্জি: ২২ গজে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মাথা গরম, বিবাদ, বাদানুবাদের ঘটনা নতুন কিছু নয়। সে রকম এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। যেখানে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার দাসেন। ঝামেলা বেশ গুরুতর আকার ধারণ করে। হস্তক্ষেপ করতে হয় অনফিল্ড আম্পায়ারদের। জস বাটলার এবং রাসি ভ্যান ডার দাসেনকে একে অপরের থেকে দূরে থাকার নির্দেশ দেন। ঝামেলা চলাকালীন ধরা পড়ে উত্তেজিত বাটলারের কথোপথন। রাসিকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, ‘তোমার সমস্যাটা কি?’

আরও পড়ুন: ইশানের খারাপ পারফরম্যান্সের পরিসংখ্যানে লাইক করে কী বার্তা দিলেন KKR তারকা নীতিশ?

প্রসঙ্গত এই দুই ক্রিকেটারের ঝামেলা শুরু হয় ১৯তম ওভারে। স্ট্যাম্প মাইকে ধরা পড়ে যায় তাঁদের তীব্র বাদানুবাদ। উল্লেখ্য দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা দল। পাশাপাশি এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে আপাতত তাঁরা ২-০ ফলে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়ে ১৯ তম ওভারে। আদিল রশিদ বোলিং করছিলেন রাসি ভ্যান ডার দাসেনকে। আদিল একটি গুগলি বল করেন। যেটা বুঝতে পারেননি রাসি।

আরও পড়ুন: শিখরকে ফেরানো হবে, নাকি শুভমন-ইশানই ভরসা, ওপেনার বিতর্কে রং চড়ালেন অশ্বিন

বলটা সজোরে এসে লাগে দাসেনের প্যাডে। প্যাডে লেগে বল উঠে যায় শূন্যে। বাটলার তৎক্ষণাৎ ক্যাচটি লোফার চেষ্টা করেন। কিন্তু বাটলারের পথ আটকান রাসি। রেগে গিয়ে বাটলার বলে ওঠেন, ‘আমি বলের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। তোমার সমস্যাটা কি রাসি? সব সময়ে তো তোমার সময় চলবে না তাই না।’ উত্তরে রাসি বলেন, ‘না না আমার হবে কেন, এখন তো তোমার চলবে।’ বাটলার তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘বলটা ক্যাচ ধরার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। তুমি কি চাও, আমি কি করি?’ এই সময়েই আম্পায়াররা হস্তক্ষেপ করেন। এক জন চেঁচিয়ে বলে ওঠেন, ‘ঠিক আছে এবার শান্ত হও।’ উল্লেখ্য ঘটনার সময়ে ১৪ বলে ২২ রানে ব্যাট করছিলেন রাসি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন