বাংলা নিউজ > ময়দান > SA vs PAK: ধোঁকা দিয়ে পাক ব্যাটসম্যানকে বিতর্কিত রান-আউট ডি'ককের, দেখুন ভিডিয়ো

SA vs PAK: ধোঁকা দিয়ে পাক ব্যাটসম্যানকে বিতর্কিত রান-আউট ডি'ককের, দেখুন ভিডিয়ো

সেই বিতর্কিত রান-আউট। (ছবি সৌজন্য টুইটার)

দেখে নিন সেই বিতর্কিত মুহূর্তের ভিডিয়ো।

অসাধারণ লড়াইয়ের পরে ১৯৩ রান আউট ফাখর,উস্কে উঠল ফেক ফিল্ডিংয়ের বিতর্ক

শুভব্রত মুখার্জি

ওয়ান্ডারার্সের মাঠে রবিবার যখন প্রথমে ব্যাট করে নামেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, তখন তাঁদের মাথায় ঝুলছে সিরিজ হারের খাঁড়া। তিন‌ম্যাচের সিরিজে তাঁরা পিছিয়ে রয়েছেন ১-০ ফলে। এই অবস্থায় ব্যাট করতে নেমে আক্রমণাত্মকভাবে খেলা শুরু করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তেম্বা বাভুমার ৯২ রান, কুইন্টন ডি'ককের ৮০ রান, ভান ডুসেনের ৬০, ডেভিড মিলারের ৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৪১ রান বোর্ডে তোলে প্রোটিয়া বাহিনী। 

রান তাড়া করার কাজটা পাকিস্তানের জন্য সহজ হয়নি। একের পর এক ব্যাটসম্যান উইকেটে সেট হওয়ার আগেই ফিরে গিয়েছেন সাজঘরে। ব্যতিক্রম অবশ্যই ওপেনার ফাখর জামান এবং বাবর আজম। ১৫৫ বলে ১৯৩ রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলে পাকিস্তানকে ম্যাচ প্রায় একার হাতে জিতিয়ে দিয়েছিলেন ফাখর। লুঙ্গি এনগিডি যখন শেষ ওভারটা বল করতে এসেছিলেন, তখন ছ'বলে ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল ৩১ রান। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন ফাখর। পাকিস্তানকে ম্যাচ জিততে হলে ছ'টি বলই খেলার দরকার ছিল ফাখরের। এই অবস্থায় ফাখর বল লং-অফে ঠেলে দিয়েই দু'রানের জন্য দৌড়ান। লং-অফ থেকে এডেন মার্করামের বুলেট থ্রো ধরেই ডি'কক রান আউট করে দেন ফাখরকে। এই আউট নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। প্রোটিয়াদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি'ককের বিরুদ্ধে উঠছে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ। কিন্তু সেই ঘটনা আম্পায়ারদের চোখ এড়ানোর ফলে তৈরি হয়েছে প্রবল বিতর্কের।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ৪১.৫ ধারায় স্পষ্ট বলা আছে, যদি কোনও ফিল্ডার ইচ্ছাকৃতভাবে 'আনফেয়ার' অর্থাৎ অবৈধভাবে তার কথা বা অ্যাকশনের মধ্যে দিয়ে ব্যাটসম্যানকে বাধা প্রদানের চেষ্টা করেন বা ধোঁকা দেওয়ার চেষ্টা করেন (যখন স্ট্রাইকারের কাছে বল রিসিভ হয়ে গিয়েছে) তাহলে তাকে ফেক ফিল্ডিংয়ের আওতায় ফেলা হবে। এর ফলে ব্যাটিং টিমের ব্যাটসম্যানকে আউট তো দেওয়া হবেই না, উলটে ব্যাটিং দলকে পাঁচ রান পেনাল্টি হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে ডি'ককের আচরণ এই আইনের আওতাধীন হওয়া উচিত ছিল কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান সমর্থকদের বক্তব্য, সেই পেনাল্টি দেওয়া হলে ম্যাচের ফলে অন্যরকম হতে পারত। 

বন্ধ করুন