বাংলা নিউজ > ময়দান > প্রোটিয়া বোলারদের দাপটে ২৫১-তে খেল খতম WI-এর,দ্বিতীয় দিনের শেষে SA এগিয়ে ৭৩ রানে

প্রোটিয়া বোলারদের দাপটে ২৫১-তে খেল খতম WI-এর,দ্বিতীয় দিনের শেষে SA এগিয়ে ৭৩ রানে

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অ্যাডভান্টেজে প্রোটিয়ারা।

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে, তখন আট নম্বরে ব্যাট করতে নেমে জেসন হোল্ডার দলের হাল ধরেন। তাঁর ইনিংসেই ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রানের গণ্ডি টপকায়।

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পড়ল মোট ১৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে ৮০ ওভারের মধ্যে ২৫১ রানে অল আউট করার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের শেষে ৭৩ রানে এগিয়ে আছে। বৃহস্পতিবার জেসন হোল্ডারই একমাত্র ব্যাটার, যিনি ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট হাতে ভরসা দিয়েছেন। বাকিদের অবস্থা তথৈবচ।

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে, তখন আট নম্বরে ব্যাট করতে নেমে হোল্ডার দলের হাল ধরেন। তাঁর ইনিংসেই ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রানের গণ্ডি টপকায়। ১১৭ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। তাঁর ইনিংস সাজানো ৮টি চার এবং ৪টি ছয়ে।

আরও পড়ুন: WTC ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই, শ্রীলঙ্কাকে খাটো করলেন মঞ্জরেকর

তার আগে দ্বিতীয় দিনের শুরুতেই বাকি তিন উইকেট হারিয়ে বসে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের শেষে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকার ৩১১ রান ছিল। সেখান থেকে দ্বিতীয় দিনের শুরুতে তারা আর মাত্র ৯ রান যোগ করে। ৩২০ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। এ দিন তিন উইকেটের মধ্যে আলজারি জোসেফই ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন কাইল মায়ার্স।

দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের মধ্য়ে সর্বোচ্চ করেছিলেন ওপেনার এডেন মার্করাম। ৯৬ করে তিনি আউট হন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে নেমে টনি ডে জর্জি ৮৫ করেন। এ ছাড়া আর এক ওপেনার ডিন এলগার করেছিলেন ৪২ রান। এর বাইরে বাকিরা কেউ ২৫ রানের গণ্ডি টপকাননি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি ৩টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।

আরও পড়ুন: এখনও তাজা গত দুই ভারত সফরে একাদশে সুযোগ না পাওয়ার ব্যথা,শতরানের পর বোঝালেন খোয়াজা

রান তাড়া করতে নামলে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ধাক্কা খায়। ৫১ রানে তারা ৪ উইকেট হারিয়ে বসেছিল। আর ১১৬ রানে ৬ উইকেট। সেখান থেকে ব্যাট হাতে জেসন হোল্ডার হাল না ধরলে, আরও খারাপ অবস্থা হত ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডারের অপরাজিত ৮১ ছাড়া কাইল মায়ার্স দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন। ২৮ করেছেন রোস্ট চেজ। ২৬ করেছেন জোসুয়া ডা সিলভা। বাকিরা ২০ রানের গণ্ডিও টপকাননি। জেসন হোল্ডারকে এ দিন কেউ সঙ্গত করলে, তিনি হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারতেন। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং সিমন হার্মার। ভিয়ান মুল্ডার এবং কেশব মহারাজ ১টি করে উইকেট নিয়েছেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে আপাতত ৪ রান করেছে। এডেন মার্করাম এবং ডিন এলগার ওপেন করতে নেমেছেন। এই দুই তারকার লক্ষ্য থাকবে, দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোর করতে সাহায্য করা। প্রথম ইনিংসে ৬৯ রানে এগিয়ে থাকার সুবাদে প্রোটিয়ারা দ্বিতীয় দিনের শেষে ৭৩ রানে এগিয়ে রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.