টি-২০ ক্রিকেটে ঝোড়ো ইনিংস মানেই সবার আগে উঠে আসত ক্রিস গেইলের নাম। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে কম বলে সেঞ্চুরি করেছেন কে, চোখ বন্ধ করে এমন প্রশ্নের উত্তরে বলা যেত গেইল। তবে রবিবার সেঞ্চুরিয়নে ক্রিকেটপ্রেমীদের সেই ধারণা ভেঙে চুরমার করলেন জনসন চার্লস। সেই সঙ্গে ভেঙে দিলেন গেইলের রেকর্ডও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন চার্লস। এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন গেইলকে। সেঞ্চুরিয়নে চার্লস ৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৩৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান এত কম বলে শতরান করতে পারেননি।
গেইল ২০১৬ সালের ১৬ মার্চ ওয়াংখেড়ে স্টোডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ৪৭ বলে শতরান করেন। এতদিন সেটি ছিল কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানের দ্রুততম আন্তর্জাতিক টি-২০ শতরান। এবার থেকে চার্লসের নাম লেখা থাকবে এই রেকর্ডে।
আরও পড়ুন:- IPL 2023: চোট নিয়ে গুঞ্জন, শুরু থেকে পাওয়া যাবে তো পতিদারকে? উৎকণ্ঠা কমল RCB সমর্থকদের
গেইল সেই ম্যাচে ৫টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০০ রান করে নট-আউট থাকেন। চার্লস এই ম্যাচে ১০টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১১৮ রান করে আউট হন। জনসন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে।
চার্লস শুধু গেইলকেই নয়, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরান করার নিরিখে তিনি পিছনে ফেলে দেন বহু তারকাকেই। বল সংখ্যার নিরিখে তিনি সার্বিক তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম ৩৫টি বলে শতরান করার রেকর্ড রয়েছে যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাশেখরার নামে।
জনসনের মতোই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৯টি বলে শতরান করেছেন রোমানিয়ার শিবকুমার পেরিয়ালওয়ার ও হাঙ্গেরির জীশান কুকিখেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন কাইল মায়ের্সও। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ২৭ বলে ৫১ রান করে আউট হন মায়ের্স। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।