বাংলা নিউজ > ময়দান > SA vs WI: বিধ্বংসী রাবাডা, ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ৮৭ রানে বড় জয় প্রোটিয়াদের

SA vs WI: বিধ্বংসী রাবাডা, ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ৮৭ রানে বড় জয় প্রোটিয়াদের

ওয়েস্ট ইন্ডিজকে হারাল দক্ষিণ আফ্রিকা।

জারমেন ব্ল্যাকউডের লড়াকু ৭৯ রানের ইনিংসের পরেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। কাগিসো রাবাডা একাই ছয় উইকেট তুলে নিয়ে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। 

সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টটি বেশ দাপটের সঙ্গে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৪৭ রানের টার্গেট রেখেছিল প্রোটিয়ারা। তবে বড় চ্যালেঞ্জ ছিল, চতুর্থ ইনিংসে ব্যাট করা। আর ক্যারিবিয়ানরা মাত্র ১৫৯ রানেই গুটিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮৭ রানে বড় জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

এডেন মার্করামের সেঞ্চুরি এবং ডিন এলগারের হাফসেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল ৩৪২ রান। জবাবে ২১২ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা আবার অল-আউট হয়ে যায় ১১৬ রানে। ২৪৭ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয় ১৫৯ রানে।

আরও পড়ুন: রোহিতদের প্রতিপক্ষ ১৪১ বছরের ইতিহাস, এত কম রান কোনও দল ডিফেন্ড করতে পারেনি

এই ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলার কৃতিত্বই দুই দলের বোলারদের। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২২০ রানে মাত্র একটি উইকেট হারিয়েছিল। এর পর ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দুর্দান্ত বোলিং করে পুরো দলকে বাকি ১২২ রানের মধ্যে গুটিয়ে দেয়। আলজারি জোসেফ দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি এবং দুই ওপেনারই শুরুতেই আউট হয়ে যান। ৫৮ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল। রেমন রেইফার (৬২) এবং জারমেন ব্ল্যাকউড (৩৭) হাল ধরার চেষ্টা করেন। এই দুই তারকা আউট হওয়ার পরে একেবারে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং-অর্ডার। ২১২ রানে অল-আউট হয়ে যায় তারা। এনরিক নরকিয়া একাই ৫ উইকেট তুলে নিয়েছিলেন।

আরও পড়ুন: ভিডিয়ো- চোখের পলকে বল তালুবন্দি, বিপজ্জনক শ্রেয়সকে ফেরালেন উসমান

এ দিকে দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ৪৭ রান করেন এডেন মার্করাম। বাকি ব্যাটারদের অবস্থা তথৈবচ। মার্করাম ছাড়া ব্যাটিং লাইন আপে আট নম্বর পর্যন্ত কোনও ব্যাটসম্যানই দুই অঙ্ক পার করতে পারেননি। নয়ে নেমে কাগিসো রাবাডা ১০ করেন। এবং দশে নেমে জেরাল্ড কোয়েটজি ২০ রান করে দলকে ১০০ পার করান।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাদের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটাররা একের পর এক উইকেট হারাতে থাকে। দলীয় শূন্য রানে আউট হন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং ১০ রান করেন তাগেনারিন চন্দ্রপল। এ দিকে ১২ রানে আউট হন রেমন রেইফার। জারমেন ব্ল্যাকউড সর্বোচ্চ ৭৯ রান করেন। বাকিদের অবস্থা হতাশাজনক। ১৫৯ রানেই ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যায়। কাগিসো রাবাডা নেন ৬ উইকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.