বাংলা নিউজ > ময়দান > SA vs WI T20I: চার্লসের ৩৯ বলে সেঞ্চুরির জবাব ডি'ককের, শতরান করলেন ৪৩ বলে, T20I-তে তৈরি হল নজির

SA vs WI T20I: চার্লসের ৩৯ বলে সেঞ্চুরির জবাব ডি'ককের, শতরান করলেন ৪৩ বলে, T20I-তে তৈরি হল নজির

জনসন চার্লস এবং কুইন্টন ডি'কক। (ছবি সৌজন্যে এএফপি)

SA vs WI T20I: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ বলে শতরান করেন জনসন চার্লস। তারপর ৪৩ বলে শতরান হাঁকান কুইন্টন ডি'কক। সেইসঙ্গে গড়ে ফেলেন নজির।

যে টি-টোয়েন্টি ম্যাচে একজন ৩৯ বলে শতরান করলেন, সেই ম্যাচেই বিপক্ষের ব্যাটার ৪৩ বলে শতরান হাঁকালেন। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে বিধ্বংসী ছন্দে শতরান করেন জনসন চার্লস। পালটা ৪৩ বলে ১০০ রান করেন দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি'কক। তাঁদের সৌজন্যে নজির তৈরি হল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার দু'দলেরই কোনও ব্যাটার শতরান হাঁকালেন। প্রথমবার সেই কীর্তি স্থাপন হয়েছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

রবিবার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা যে ওই রানটা তুলতে পারেন, সেটা সম্ভব হয়েছে চার্লসের কারণে। যিনি মাত্র ৩৯ বলে শতরান হাঁকান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নিরিখে পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে তিন নম্বরে উঠে আসেন। ক্রিস গেইলকে ছাপিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্রুততম শতরান করেন। শেষপর্যন্ত ৪৬ বলে ১১৮ রান করেন জনসন। ১০ টি চার মারেন। হাঁকান ১১ টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৬.৫২। যিনি এবার আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন। ৫০ লাখ টাকা বেসপ্রাইজ হলেও তাঁকে কেউ দলে নেয়নি।

আরও পড়ুন: SA vs WI: ভেঙে গেল ক্রিস গেইলের রেকর্ড, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে কম বলে T20I সেঞ্চুরি চার্লসের

আর জনসনের সেই বিধ্বংসী ইনিংসের পর সেঞ্চুরিয়নে ঝড় তোলেন ডি'কক। মাত্র ১৫ বলে অর্ধশতরান পূরণ করেন। যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরান। তারপর ৪৩ বলে শতরান পূরণ করেন ডি'কক। যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম শতরান। যে তালিকার শীর্ষে আছেন ডি'ককের সতীর্থ ডেভিড মিলার। যিনি বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেছিলেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম টি-টোয়েন্টি শতরানের তালিকার শীর্ষেও আছেন তিনি।

তবে শতরানের পর আর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি ডি'কক। যে বাঁ-হাতি ব্যাটার কয়েকদিন পরেই আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের হয়ে মাঠে নামতে চলেছেন। তার আগে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে ১০০ রান করে আউট হয়ে যান। তারঁ ইনিংস ন'টি চার এবং আটটি ছক্কায় সাজানো ছিল। স্ট্রাইক রেট ছিল ২২৭.২৭। 

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু'দলেরই কোনও ব্যাটার শতরান হাঁকিয়েছিলেন। ক্যারিবিয়ানদের হয়ে ৪৯ বলে ১০০ রান করেছিলেন ইভিন লুইস। ৫১ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন ভারতের কেএল রাহুল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’দেবকে পাল্টা কুণাল শুধু সঠিক সিদ্ধান্তের জন্য নয়! ক্রিকেটারের খেলার উন্নতি জন্যেও DRS দরকারঃঅশ্বিন United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ‘‌বদ অভ্যাস আপনার, লক্ষ্মীলাভ পূর্ব রেলের’‌, স্টেশন পরিষ্কার রাখতে নয়া ট্যাগলাইন RG Kar কাণ্ডের প্রভাব ছবির ব্যবসায়, শাস্ত্রী-সন্তানের মুক্তির আগে মিঠুন বললেন… ‘আমি যাতে অভুক্ত না থাকি, তাই ও দুবেলা খেত না’! পদক জিতে স্ত্রীকে উৎসর্গ সেমার… কোন শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার? জানালেন মোদী, দিলেন অনেক টিপসও ম্যাচে ৮ উইকেট মানবের! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের দল… ১কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টাম্পড, বাংলার বান্টিকে কী প্রশ্ন করেন অমিতাভ? জুয়ার টাকার বখরা নিয়ে ডোমকলে চলল গুলি, আহত হলেন ১ তৃণমূলকর্মী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.