বাংলা নিউজ > ময়দান > SA W-U19 vs IND W-U19: রিচা-শেফালি ব্যর্থ, তবু ৫৪ রানে বড় জয় ভারতের
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

SA W-U19 vs IND W-U19: রিচা-শেফালি ব্যর্থ, তবু ৫৪ রানে বড় জয় ভারতের

শেফালি এবং রিচা- ভারতের সিনিয়র দলের দুই তারকা চূড়ান্ত ব্যর্থ হন। ব্যাটাররাও আহামরি পারফরম্যান্স করতে পারেননি। তবে ভারতের জয় আটকাতে পারল না দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটে ৫৪ রানে জয় ছিনিয়ে নিলেন অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার মেয়েরা।

টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নিরাশ করেন ভারতের মেয়েরা। রিচা-শেফালিও ব্যর্থ হন। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ করে ভারত। 

রান তাড়া করতে নামলে ভারতীয় বোলাররা প্রথম ওভার থেকে চাপে ফেলে দেয় প্রোটিয়াদের। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে শেষ পর্যন্ত তারা ৮ উইকেট হারিয়ে ৮৩ রান করে। শবমন শাকিল এবং অর্চনা দেবী ৩টি করে উইকেট নেন।  

27 Dec 2022, 05:09:23 PM IST

৮৩-তেই থামল দক্ষিণ আফ্রিকা

নির্দিষ্ট ২০ ওভারে মাত্র ৮৩ রানই করতে পারে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কায়লা রেইনেকে সর্বোচ্চ ২০ রান করেন। এ ছাড়া ম্যাডিসন ল্যান্ডসম্যান ১০ করেছেন। এবং জেম্মা বোথা অপরাজিত ১০ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ৫৪ রানে ম্যাচ জিতে যায় ভারত।

27 Dec 2022, 04:54:41 PM IST

অষ্টম উইকেট পড়ল

জেনা ইভান্সকে ফেরালেন অর্চনা দেবী। ১২ বলে ৭ রান করে অর্চনার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৮.১ ওভারে ৭০ রানে ৮ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

27 Dec 2022, 04:44:39 PM IST

সাত নম্বর উইকেট পড়ল প্রোটিয়াদের

কায়লা রেইনেকে ২৫ বলে ২০ রান করে ফিরলেন সাজঘরে। শবনমের বলে সোনিয়া ক্যাচ ধরেন। ১৫.৩ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

27 Dec 2022, 04:41:55 PM IST

ষষ্ঠ উইকেট পড়ল প্রোটিয়াদের

আনিকা সোয়ার্টের বলে ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন। সোনম যাদবের বলে স্টাম্প করেন রিচা। ১৪ ওভারে ৫৫ রানে ৬ উইকেট দক্ষিণ আফ্রিকার।

27 Dec 2022, 04:37:04 PM IST

পঞ্চম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

অর্চনা দেবীর বলে প্রোটিয়া অধিনায়ক ওলুহলে সিও ৮ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ক্যাচ ধরেন সোনিয়া। ১২ ওভারে ৫ উইকেটে ৪১ রান দক্ষিণ আফ্রিকার।

27 Dec 2022, 04:16:14 PM IST

চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

৯.৩ ওভারে অর্চনা দেবীর ফেরালেন ম্যাডিসন ল্যান্ডসম্যানকে। ১০ করে আউট হন তিনি। স্টাম্প করেন রিচা ঘোষ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৩৭ রান।

27 Dec 2022, 03:59:07 PM IST

তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। ৮ করে কারাবো সাজঘরে ফিরলেন। ১৯ রানে ৩ উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। ৬ ওভার শেষে ৩ উইকেটে হারিয়ে ২৪ রান দক্ষিণ আফ্রিকার।

27 Dec 2022, 03:50:13 PM IST

দ্বিতীয় উইকেট পড়ল প্রোটিয়াদের

আরও একটি উইকেট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ২.৫ ওভারে শবনম শাকিল ফেরান আর এক ওপেনার সিমনেকে। মাত্র ৩ রান করে হার্লে গালাকে ক্যাচ দেন সিমনে। দলের ১০ রানে পড়ল দ্বিতীয় উইকেট।  

27 Dec 2022, 03:42:39 PM IST

প্রথম ওভারেই উইকেট পড়ল প্রোটিয়াদের

শবনম শাকিলেপ বলে সাজঘরে ফিরলেন এলান্দ্রি। ৫ বলে ৫ রান করে মান্নাত কাশ্যপের হাতে ক্যাচ দেন এলান্দ্রি। দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারে ৭ রানে ১ উইকেট হারাল। 

27 Dec 2022, 03:28:33 PM IST

রান তাড়া করা শুরু প্রোটিয়াদের

লক্ষ্য বেশি নয়। মাত্র ১৩৮ করতে পারলেই জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর সেই লক্ষ্যেই ওপেন করতে নামলেন এলান্দ্রি এবং সিমনে।

27 Dec 2022, 03:09:22 PM IST

১৩৭ করল ভারত

ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করল। দক্ষিণ আফ্রিকার সামনে খুব বড় লক্ষ্য রাখতে পারেনি ভারতের মেয়েরা। টিম ইন্ডিয়ার সিনিয়র দলের দুই প্লেয়ার- শেফালি, রিচা এ দিন চূড়ান্ত ব্যর্থ। তবে শ্বেতা এবং সৌম্যা দলের হাল ধরেছিলেন। তাদের জন্যই ভারতর অন্তত ১৩৭ করেছে ভারত।

27 Dec 2022, 02:57:29 PM IST

আউট রিচা

সিনিয়র দলের দুই তারকাই চূড়ান্ত ব্যর্থ। শেফালির পর এ বার হতাশ করলেও রিচাও। ১১ বলে ১৫ করে সাজঘরে ফিরলেন তিনি। 

27 Dec 2022, 02:52:40 PM IST

১০০ হলেও চতুর্থ উইকেট হারাল ভারত

মোনালিসা লেগোডি বোল্ড করলেন সৌম্যাকে। ৪৬ বলে ৪০ করে সাজঘরে ফেরেন তিনি। ১৬ ওভারে ৪ উইকেটে ১০০ রান ভারতের। 

27 Dec 2022, 02:45:07 PM IST

সোনিয়া মেন্ধিয়া আউট

নেমেই মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন সোনিয়া মেন্ধিয়া। তাঁকেও ফেরালেন কায়লা রেইনেকে। পরিবর্ত জেম্মা বোথা তাঁর ক্যাচ ধরেন। চাপ বাড়াতে শুরু করেছেন প্রোটিয়ারা। 

27 Dec 2022, 02:41:57 PM IST

৪০ করে আউট শ্বেতা

৩৯ বলে ৪০ রান করে ভারতকে নির্ভরতা দেন শ্বেতা। কিন্তু কায়লা রেইনেকের বলে সেশনি নাইডুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শ্বেতা। ভারতের স্কোর মহিলা ২ উইকেটে ৭১ রান। পরিবর্তে ক্রিজে এলেন সোনিয়া মেন্ধিয়া।

27 Dec 2022, 02:14:28 PM IST

৫০ পার ভারতের

প্রথম বলেই অধিনায়কের উইকেট হারিয়েছিল ভারত। তবে ধাক্কা কাটিয়ে এখন লড়াই চালাচ্ছেন শ্বেতা-সৌম্যা। ১০ ওভারে ১ উইকেটে ৫৮ ভারতের।

27 Dec 2022, 02:03:29 PM IST

পাওয়ার প্লে-তে ৩১ করল ভারত

শেফালি তাড়াতাড়ি ফিরে গেলেও, পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন শ্বেতার আর সৌম্যা। ৬ ওভার শেষে ১ উইকেট হারালেও ভারত ৩১ করেছে।

27 Dec 2022, 01:50:21 PM IST

৪ ওভারে ভারতের সংগ্রহ ১৯/১

চতুর্থ ওভারে হল ১১ রান। শ্বেতার সংগ্রহ ১৩ রান। সৌম্যা করেছেন ৩। চার ওভার শেষে ১ উইকেটে ১৯ রান ভারতের।

27 Dec 2022, 01:46:47 PM IST

শুরুতেই আউট শেফালি

প্রথম বলেই আউট ভারত অধিনায়ক। স্বাভাবিক ভাবে শুরুতেই চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। গোল্ডেন ডাক করে আয়ন্দা হুলুবির বলে কারাবো মেসোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার সৌম্যা তিওয়ারি।

27 Dec 2022, 01:44:04 PM IST

খেলা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন অভিজ্ঞ শেফালি বর্মা। তাঁর সঙ্গে নেমেছেন শ্বেতা সেহরাওয়াত।

27 Dec 2022, 01:22:32 PM IST

টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা

টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।

27 Dec 2022, 12:50:13 PM IST

লক্ষ্য বিশ্বকাপ

নতুন বছরের শুরুতেই অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ১৪ জানুয়ারি। চলবে ২৯ জানুয়ারি অবধি। দক্ষিণ আফ্রিকায় বসবে উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন শেফালি-রিচারা। বিশ্বকাপে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতেই নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারতীয় মহিলা দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, গবেষক ছাত্রকে ২ বছরের জন্য সাসপেন্ড করল TISS কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত তামিলনাড়ুতে ১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ, পুনর্নির্বাচনের দাবি BJP সভাপতির ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, দেখুন ছবি সার্ফ জলে গুলে জ্যুস বানায় খুদে, ভিড়মি খেলেন সৌরভ দাদাগিরিতে, মুখে দিলেন? বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে কোনও কথা খরচ করলেন না মুখ্যমন্ত্রী, নেপথ্য কারণ কী?‌ 'ভীষণ খুশি...' রাতুল-রূপাঞ্জনাকে শুভেচ্ছা ইশার, টলিউডের কারা এলেন বিয়েতে? অসুস্থতা নিয়েই হোটেল রুমে ওড়িশা বধের নীল নকশা তৈরি করলেন হাবাস ৯ দিনে ৩০ কোটির দোরগোড়ায় অজয়ের ময়দান,কী হাল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর

Latest IPL News

কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.