টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নিরাশ করেন ভারতের মেয়েরা। রিচা-শেফালিও ব্যর্থ হন। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ করে ভারত।
রান তাড়া করতে নামলে ভারতীয় বোলাররা প্রথম ওভার থেকে চাপে ফেলে দেয় প্রোটিয়াদের। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে শেষ পর্যন্ত তারা ৮ উইকেট হারিয়ে ৮৩ রান করে। শবমন শাকিল এবং অর্চনা দেবী ৩টি করে উইকেট নেন।
৮৩-তেই থামল দক্ষিণ আফ্রিকা
নির্দিষ্ট ২০ ওভারে মাত্র ৮৩ রানই করতে পারে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কায়লা রেইনেকে সর্বোচ্চ ২০ রান করেন। এ ছাড়া ম্যাডিসন ল্যান্ডসম্যান ১০ করেছেন। এবং জেম্মা বোথা অপরাজিত ১০ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ৫৪ রানে ম্যাচ জিতে যায় ভারত।
অষ্টম উইকেট পড়ল
জেনা ইভান্সকে ফেরালেন অর্চনা দেবী। ১২ বলে ৭ রান করে অর্চনার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৮.১ ওভারে ৭০ রানে ৮ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
সাত নম্বর উইকেট পড়ল প্রোটিয়াদের
কায়লা রেইনেকে ২৫ বলে ২০ রান করে ফিরলেন সাজঘরে। শবনমের বলে সোনিয়া ক্যাচ ধরেন। ১৫.৩ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
ষষ্ঠ উইকেট পড়ল প্রোটিয়াদের
আনিকা সোয়ার্টের বলে ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন। সোনম যাদবের বলে স্টাম্প করেন রিচা। ১৪ ওভারে ৫৫ রানে ৬ উইকেট দক্ষিণ আফ্রিকার।
পঞ্চম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার
অর্চনা দেবীর বলে প্রোটিয়া অধিনায়ক ওলুহলে সিও ৮ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ক্যাচ ধরেন সোনিয়া। ১২ ওভারে ৫ উইকেটে ৪১ রান দক্ষিণ আফ্রিকার।
চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
৯.৩ ওভারে অর্চনা দেবীর ফেরালেন ম্যাডিসন ল্যান্ডসম্যানকে। ১০ করে আউট হন তিনি। স্টাম্প করেন রিচা ঘোষ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৩৭ রান।
তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার
ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। ৮ করে কারাবো সাজঘরে ফিরলেন। ১৯ রানে ৩ উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। ৬ ওভার শেষে ৩ উইকেটে হারিয়ে ২৪ রান দক্ষিণ আফ্রিকার।
দ্বিতীয় উইকেট পড়ল প্রোটিয়াদের
আরও একটি উইকেট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ২.৫ ওভারে শবনম শাকিল ফেরান আর এক ওপেনার সিমনেকে। মাত্র ৩ রান করে হার্লে গালাকে ক্যাচ দেন সিমনে। দলের ১০ রানে পড়ল দ্বিতীয় উইকেট।
প্রথম ওভারেই উইকেট পড়ল প্রোটিয়াদের
শবনম শাকিলেপ বলে সাজঘরে ফিরলেন এলান্দ্রি। ৫ বলে ৫ রান করে মান্নাত কাশ্যপের হাতে ক্যাচ দেন এলান্দ্রি। দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারে ৭ রানে ১ উইকেট হারাল।
রান তাড়া করা শুরু প্রোটিয়াদের
লক্ষ্য বেশি নয়। মাত্র ১৩৮ করতে পারলেই জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর সেই লক্ষ্যেই ওপেন করতে নামলেন এলান্দ্রি এবং সিমনে।
১৩৭ করল ভারত
ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করল। দক্ষিণ আফ্রিকার সামনে খুব বড় লক্ষ্য রাখতে পারেনি ভারতের মেয়েরা। টিম ইন্ডিয়ার সিনিয়র দলের দুই প্লেয়ার- শেফালি, রিচা এ দিন চূড়ান্ত ব্যর্থ। তবে শ্বেতা এবং সৌম্যা দলের হাল ধরেছিলেন। তাদের জন্যই ভারতর অন্তত ১৩৭ করেছে ভারত।
আউট রিচা
সিনিয়র দলের দুই তারকাই চূড়ান্ত ব্যর্থ। শেফালির পর এ বার হতাশ করলেও রিচাও। ১১ বলে ১৫ করে সাজঘরে ফিরলেন তিনি।
১০০ হলেও চতুর্থ উইকেট হারাল ভারত
মোনালিসা লেগোডি বোল্ড করলেন সৌম্যাকে। ৪৬ বলে ৪০ করে সাজঘরে ফেরেন তিনি। ১৬ ওভারে ৪ উইকেটে ১০০ রান ভারতের।
সোনিয়া মেন্ধিয়া আউট
নেমেই মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন সোনিয়া মেন্ধিয়া। তাঁকেও ফেরালেন কায়লা রেইনেকে। পরিবর্ত জেম্মা বোথা তাঁর ক্যাচ ধরেন। চাপ বাড়াতে শুরু করেছেন প্রোটিয়ারা।
৪০ করে আউট শ্বেতা
৩৯ বলে ৪০ রান করে ভারতকে নির্ভরতা দেন শ্বেতা। কিন্তু কায়লা রেইনেকের বলে সেশনি নাইডুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শ্বেতা। ভারতের স্কোর মহিলা ২ উইকেটে ৭১ রান। পরিবর্তে ক্রিজে এলেন সোনিয়া মেন্ধিয়া।
৫০ পার ভারতের
প্রথম বলেই অধিনায়কের উইকেট হারিয়েছিল ভারত। তবে ধাক্কা কাটিয়ে এখন লড়াই চালাচ্ছেন শ্বেতা-সৌম্যা। ১০ ওভারে ১ উইকেটে ৫৮ ভারতের।
পাওয়ার প্লে-তে ৩১ করল ভারত
শেফালি তাড়াতাড়ি ফিরে গেলেও, পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন শ্বেতার আর সৌম্যা। ৬ ওভার শেষে ১ উইকেট হারালেও ভারত ৩১ করেছে।
৪ ওভারে ভারতের সংগ্রহ ১৯/১
চতুর্থ ওভারে হল ১১ রান। শ্বেতার সংগ্রহ ১৩ রান। সৌম্যা করেছেন ৩। চার ওভার শেষে ১ উইকেটে ১৯ রান ভারতের।
শুরুতেই আউট শেফালি
প্রথম বলেই আউট ভারত অধিনায়ক। স্বাভাবিক ভাবে শুরুতেই চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। গোল্ডেন ডাক করে আয়ন্দা হুলুবির বলে কারাবো মেসোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার সৌম্যা তিওয়ারি।
খেলা শুরু
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন অভিজ্ঞ শেফালি বর্মা। তাঁর সঙ্গে নেমেছেন শ্বেতা সেহরাওয়াত।
টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা
টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।
লক্ষ্য বিশ্বকাপ
নতুন বছরের শুরুতেই অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ১৪ জানুয়ারি। চলবে ২৯ জানুয়ারি অবধি। দক্ষিণ আফ্রিকায় বসবে উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন শেফালি-রিচারা। বিশ্বকাপে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতেই নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারতীয় মহিলা দল।