আগামিকাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল। সবমিলিয়ে উদ্বোধনী দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ৩৩ টি ম্যাচ হতে চলেছে।
উদ্বোধনী দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে যে ছ'টি দল খেলতে চলেছে, প্রতিটি আইপিএলের মালিকদের দল। ওই ছ'টি দল হল - MI কেপটাউন (মুম্বই ইন্ডিয়ান্সর মালিকদের দল), পার্ল রয়্যালস (রাজস্থান রয়্যালসের মালিকদের দল), ডারবানস সুপার জায়েন্টস (লখনউ সুপার জায়েন্টসের মালিকদের দল), জোবার্গ সুপার কিংস (চেন্নাই সুপার কিংসের মালিকদের দল), সানরাইজার্স ইস্টার্ন কেপ (সানরাইজার্স হায়দরাবাদের মালিকদের দল) এবং প্রিটোরিয়া ক্যাপিটালস (দিল্লি ক্যাপিটালসের মালিকদের দল)।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের পুরো সূচি (সব ভারতীয় সময় অনুযায়ী)
১) ১০ জানুয়ারি: MI কেপটাউন বনাম পার্ল রয়্যালস, কেপটাউন, রাত ৯ টা।
২) ১১ জানুয়ারি: ডারবানস সুপার জায়েন্টস বনাম জোবার্গ সুপার কিংস, ডারবান, রাত ৯ টা।
৩) ১২ জানুয়ারি: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, সেন্ট জর্জস পার্ক, রাত ৯ টা।
৪) ১৩ জানুয়ারি: পার্ল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংস, পার্ল, বিকেল ৫ টা।
৫) ১৩ জানুয়ারি: MI কেপটাউন বনাম ডারবান সুুপার জায়েন্টস, কেপটাউন, রাত ৯ টা।
৬) ১৪ জানুয়ারি: প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, প্রিটোরিয়া, বিকেল ৫ টা।
৭) ১৪ জানুয়ারি: MI কেপটাউন বনাম জোবার্গ সুপার কিংস, কেপটাউন, রাত ৯ টা।
৮) ১৫ জানুয়ারি: ডারবান সুপার জায়েন্টস বনাম পার্ল রয়্যালস, পার্ল, বিকেল ৫ টা।
৯) ১৬ জানুয়ারি: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম MI কেপটাউন, সেন্ট জর্জস পার্ক, রাত ৯ টা।
১০) ১৭ জানুয়ারি: পার্ল রয়্যালস বনাম ডারবান সুপার জায়েন্টস, পার্ল, বিকেল ৫ টা।
১১) ১৭ জানুয়ারি: জোবার্গ সুপার কিংস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, জোহানেসবার্গ, রাত ৯ টা।
১২) ১৮ জানুয়ারি: MI কেপটাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, কেপটাউন, বিকেল ৫ টা।
১৩) ১৮ জানুয়ারি: প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম জোবার্গ সুপার কিংস, প্রিটোরিয়া, রাত ৯ টা।
১৪) ১৯ জানুয়ারি: পার্ল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, পার্ল, রাত ৯ টা।
১৫) ২০ জানুয়ারি: ডারবানস সুপার জায়েন্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, ডারবান, রাত ৯ টা।
১৬) ২১ জানুয়ারি: পার্ল রয়্যালস বনাম MI কেপটাউন, পার্ল, বিকেল ৫ টা।
১৭) ২১ জানুয়ারি: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংস, সেন্ট জর্জস পার্ক, রাত ৯ টা।
১৮) ২২ জানুয়ারি: পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, পার্ল, বিকেল ৫ টা।
১৯) ২২ জানুয়ারি: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম ডারবানস সুপার জায়েন্টস, সেন্ট জর্জস পার্ক, রাত ৯ টা।
২০) ২৩ জানুয়ারি: MI কেপটাউন বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, কেপটাউন, রাত ৯ টা।
২১) ২৪ জানুয়ারি: সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম পার্ল রয়্যালস, সেন্ট জর্জস পার্ক, বিকেল ৫ টা।
২২) ২৪ জানুয়ারি: জোবার্গ সুপার কিংস বনাম ডারবানস সুপার জায়েন্টস, জোহানেসবার্গ, রাত ৯ টা।
২৩) ২ ফেব্রুয়ারি: ডারবানস সুপার জায়েন্টস বনাম MI কেপটাউন, ডারবান, রাত ৯ টা।
২৪) ৩ ফেব্রুয়ারি: জোবার্গ সুপার কিংস বনাম পার্ল রয়্যালস, জোহানেসবার্গ, বিকেল ৫ টা।
২৫) ৩ ফেব্রুয়ারি: ডারবানস সুপার জায়েন্টস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, ডারবান, রাত ৯ টা।
২৬) ৪ ফেব্রুয়ারি: প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম MI কেপটাউন, প্রিটোরিয়া, রাত ৯ টা।
২৭) ৫ ফেব্রুয়ারি: জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, জোহানেসবার্গ, বিকেল ৫ টা।
২৮) ৫ ফেব্রুয়ারি: প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম ডারবানস সুপার জায়েন্টস, প্রিটোরিয়া, রাত ৯ টা।
২৯) ৬ ফেব্রুয়ারি: জোবার্গ সুপার কিংস বনাম MI কেপটাউন, জোহানেসবার্গ, রাত ৯ টা।
৩০) ৭ ফেব্রুয়ারি: প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম পার্ল রয়্যালস, প্রিটোরিয়া, রাত ৯ টা।
৩১) ৮ ফেব্রুয়ারি: প্রথম সেমিফাইনাল (প্রথম স্থানাধিকারী বনাম চতুর্থ স্থানাধিকারী), জোহানেসবার্গ, রাত ৯ টা।
৩২) ৯ ফেব্রুয়ারি: দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় স্থানাধিকারী বনাম তৃতীয় স্থানাধিকারী), সেঞ্চুরিয়ন, রাত ৯ টা।
৩৩) ১১ ফেব্রুয়ারি: ফাইনাল (প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী), জোহানেসবার্গ, রাত ৯ টা।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের (South Africa T20 League) কোনও ম্যাচ রাখা হয়নি। কারণ ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।