প্রচুর তারকা আছেন। সেইসঙ্গে আছেন প্রচুর অনামী খেলোয়াড়। তাঁদের নিয়েই মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ। যে টি-টোয়েন্টি লিগে মোট ছ'টি দল আছে। প্রতিটি দলই হল আইপিএল মালিকদের দল।
ডারবানস সুপার জায়েন্টস
পুরো দল: কুইন্টন ডি'কক (অধিনায়ক), আকিল ধনঞ্জয়, ক্রিশ্চিয়ান জঙ্কার, দিলশান মদুশঙ্কা, ডোয়েন প্রিটোরিয়াস, হার্ডাস ভিলিজোয়েন, হেনরিখ ক্লাসেন, জেসন হোল্ডার, জনসন চার্লস, জুনিয়র ডালা, কিমো পল, কেশব মহারাজ, কাইল মায়ার্স, ম্যাথু ব্রিটৎজকে, প্রেনেলান সুব্রায়েন, রিস টপলি, সিমন হার্মার এবং উইয়ান মাল্ডার।
কোচ: ল্যান্স ক্লুজনার (হেড কোচ), মর্নি মর্কেল এবং জন্টি রোডস।
জোবার্গ সুপার কিংস
পুরো দল: ফ্যাফ ডু'প্লেসি, অ্যারন ফাঙ্গিসো, আলজারি জোসেফ, ডোনাভোন ফেরেইরা, জর্জ গার্টন, জেরাল্ড কোটজে, জানেমন মালান, কাইল ভেরেইনে, লুইস ডু'প্লয়, লুইস গ্রেগরি, লিজাদ উইলিয়ামস, মাহিশ থিকশানা, মালুসি সিবোতো, নান্দ্রে বার্গার, নিল ব্র্যান্ড, রেজা হেনড্রিক্স এবং রোমারিও শেফার্ড।
কোচ: স্টিফেন ফ্লেমিং (হেড কোচ), অ্যালবি মর্কেল, এরিক সিমন্স এবং ওয়ান্ডিলে ওয়াভু।
MI কেপটাউন
পুরো দল: রশিদ খান (অধিনায়ক), বিউরান হেনড্রিক্স, ডেলানো পটজিটার, ডেওয়াল্ড ব্রেভিস, ডুয়ান জানসেন, জর্জ লিন্ডে, গ্র্যান্ট রোয়েলফসেন, জোফ্রা আর্চার, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোন, ওডিয়ান স্মিথ, ওলি স্টোন, রাসি ভ্যান ডার দাসেন, রায়ান রিকেনটন, স্যাম কারান, ওয়াকার সামালখেইল, ওয়েসলি মার্শাল এবং জিয়াদ আব্রাহামস।
কোচ: সাইমন কাটিচ (হেড কোচ), হাশিম আমলা এবং জেমস প্যামেন্ট।
পার্লস রয়্যালস
পুরো দল: ডেভিড মিলার (অধিনায়ক), অ্যান্ডিলে ফেলুকাউ, বর্ন ফর্টুইন, কোডি ইউসুফ, কোরবিন বস, ডেন ভিলাস, ইয়ন মর্গ্যান, ইভান জোনস, ফেরিসকো অ্যাডামস, ইমরান মানাক, জেসন রয়, জোস বাটলার, লুঙ্গি এনগিদি, মিচেল ভ্যান বুরেন, ওবেদ ম্যাককয়, র্যামোন সিমন্ডস, তাবরেজ শামসি এবং উইহান লুব্বে।
প্রিটোরিয়া ক্যাপিটালস
পুরো দল: ওয়েন পার্নেল (অধিনায়ক), এনরিখ নরখিয়া, আদিল রশিদ, ক্যামেরন ডেলপোর্ট, ডারিন ডুপ্যাভিলিয়ন, এথান বস, জিমি নিশম, জোশ লিটল, কুশল মেন্ডিস, মার্কা মারেইস, মিগেল প্রিটোরিয়াস, ফিল সল্ট, রিলি রসৌ, সেনুরান মুথুস্বামী, শেন ড্যাডসওয়েল, শন ভন বার্গ, থিউনিস ডি ব্রুইন এবং উইলিয়াম জ্যাকস।
কোচ: গ্রাহাম ফোর্ড (হেড কোচ), ডেল বেঙ্কেনস্টেইন এবং জ্যাক কালিস।
সানরাইডার্স ইস্টার্ন কেপ
পুরো দল: এডেন মার্করাম (অধিনায়ক), অ্যাডাম রসিংটন, আয়া গামানে, ব্রাইডন কার্স, জেমস ফুলার, জন-জন স্মাট, জর্ডন কক্স, জর্ডন হার্মান, জুনেদ দাউদ, মার্কো জানসেন, মার্কাস অ্যাকারম্যান, ম্যাসন ক্রেন, ওটনিয়েল বার্টম্যান, রোয়েলফ ভ্যান ডার মারউই, সারেল ইরউই, সিসান্দা মাগালা, টম আবেল এবং ক্রিস্তান স্টাবস।
কোচ: আন্দ্রিয়ান বিরেল (হেড কোচ), বাকিয়ের আব্রাহাম এবং ডেল স্টেইন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।