MI Cape Town vs Paarl Royals SA20 League Highlights: জোফ্রা আর্চারের দুরন্ত বোলিং, ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ব্যাটিং - দুইয়ের সুবাদে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের সূচনা করল MI কেপটাউন। আট উইকেটে হারাল পার্ল রয়্যালসকে। যে খেলা দেখে মুখে হাসি মুখে ফুটবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। কারণ ব্রেভিস ও আর্চার তাঁর বড় ভরসা হতে চলেছেন। তারইমধ্যে MI কেপটাউন বনাম পার্ল রয়্যালস ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
সহজ জয় MI কেপটাউন, এল বোনাস পয়েন্টও
সহজ জয় MI কেপটাউনের। আট উইকেট জিতলেন রশিদ খানরা। ২৭ বল বাকি থাকতেই জয় এল। সেইসঙ্গে বোনাস পয়েন্টও পেল MI কেপটাউন। ৪১ বলে ৭০ রানে অপরাজিত থাকলেন ডেওয়াল্ড ব্রেভিস। তিন বলে আট রানে অপরাজিত রাসি ভ্যান ডার দাসেন।
এবির সামনে ‘বেবি এবি’ শো! বোনাস পয়েন্টের পথে MI
১৫ ওভার শেষ। MI কেপটাউনের স্কোর দুই উইকেটে ১৩৫ রান। ১৫ রান হল ১৫ তম ওভারে। দুটি চার এবং একটি ছক্কা মারেন ডেওয়াল্ড ব্রেভিস। ৪০ বলে ৬৯ রানে অপরাজিত আছেন। আজ আবার মাঠে হাজির আছেন এবি ডি'ভিলিয়ার্স। তাঁর সামনেই দুরন্ত ইনিংস ‘বেবি এবি’ ব্রেভিসের। ছয় বলে আট রান করতে পারলেই বোনাস পয়েন্ট মিলবে।
আউট কারান
আউট হয়ে গেলেন স্যাম কারান। ১৬ বলে ২০ রান করেছেন তিনি। কোডি ইউসুফ উইকেট নিলেন। ১৪.১ ওভারে MI কেপটাউনের স্কোর দুই উইকেটে ১২০ রান।
তিনে নেমে হাত খুললেন কারান, বোনাস পয়েন্ট পাবে MI?
১৪ ওভারে MI কেপটাউনের স্কোর এক উইকেটে ১২০ রান। ৩৬ বলে ২৩ রান বাকি রশিদ খানদের। ডেওয়াল্ড ব্রেভিস ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। স্যাম কারান করেছেন ১৫ বলে ২০ রান। বোনাস পয়েন্টের জন্য দু'ওভারে ২৩ রান করতে হবে।
বোনাস পয়েন্ট পেলে কত ওভারের মধ্যে তাড়া করতে হবে?
আপাতত ৫৪ বলে ৫৩ রান চাই MI কেপটাউনের। তবে বোনাস পয়েন্ট পেতে গেলে ১৬ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে রশিদ খানদের।
মধুর প্রতিশোধ সিমন্ডসের, ছিটকে দিলেন MI-র রায়ানের স্টাম্প
একেই বলে মধুর প্রতিশোধ। ছক্কা মারার পরের বলেই রায়ান রিকেলটনের অফ-স্টাম্প ছিটকে দিলেন র্যামোন সিমন্ডস। ১০.৪ ওভারে MI কেপটাউনের স্কোর এক উইকেটে ৯০ রান। ৫৫ বলে ৫৩ রান চাই MI কেপটাউনের।
বিধ্বংসী ছন্দে 'বেবি এবি', রেহাই পাচ্ছে না রয়্যালস, ছুটছে MI
১০ ওভারে MI কেপটাউনের স্কোর বিনা উইকেটে ৮৩ রান। ২৯ বলে ৪৪ রানে অপরাজিত 'বেবি এবি' ডেওয়াল্ড ব্রেভিস। ৩১ বলে ৩৬ রান করেছেন রায়ান রিকেলটন।
৮ ওভারে MI-র স্কোর ৫৮/০
আট ওভারে MI কেপটাউনের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। ২০ বলে ২২ রানে অপরাজিত ডেওয়াল্ড ব্রেভিস। ২৮ বলে ৩৫ রান করেছেন রায়ান রিকেলটন।
দারুণ পাওয়ার প্লে MI-র, প্রবল চাপে রয়্যালস, এখনই চাই উইকেট
ষষ্ঠ ওভারে ১৬ রান তুলল MI কেপটাউন। ছয় ওভার শেষে স্কোর বিনা উইকেটে ৪৭ রান।প্রবল চাপে পার্ল রয়্যালস। ১৬ বলে ১৮ রানে অপরাজিত ডেওয়াল্ড ব্রেভিস। ২০ বলে ২৮ রান করেছেন রায়ান রিকেলটন। আপাতত যা পরিস্থিতি, তাতে অবিলম্বে উইকেট চাই রয়্যালসের।
প্রাথমিক স্নায়ু সামলে ছন্দে MI কেপটাউন
প্রাথমিক স্নায়ু সামলে ছন্দে MI কেপটাউন। তিন ওভারে স্কোর ২০ রান। তৃতীয় ওভারে ১৩ রান হল। প্রথম তিন বলে তিনটি চার মারেন রিকলটন।
বৃহস্পতি তুঙ্গে MI-র, বাঁচল ভাগ্যের জোরে, ভালো শুরু পার্লের
ভালো শুরু পার্ল রয়্যালসের। সুইংয়ে পরাস্ত হলেন ডেওয়াল্ড ব্রেভিস। প্রথম বলেই জীবনদান পেলেন রায়ান রিকেলটন। দুনিয়ার সম্ভবত সবথেকে সহজ ক্যাচ ফস্কালেন। প্রথম ওভারে MI-র স্কোর বিনা উইকেটে তিন রান।
রান তাড়া করতে নামল MI কেপটাউন
রান তাড়া করতে নামল MI কেপটাউন। নেমেছেন ডেওয়াল্ড ব্রেভিস এবং রায়ান রিকেলটন। বল হাতে পার্ল রয়্যালসের কোডি ইউসুফ।
MI-র আর্চার, স্টোনদের দুর্ধর্ষ বোলিং, ১৪২ রান তুলল রয়্যালস
দুর্দান্ত বোলিং করেছেন MI কেপটাউনের জোফ্রা আর্চার, ওলি স্টোন (চার ওভারে দু'উইকেট নিয়েছেন, ৩১ রান দিয়েছেন)। কিছুটা সময় বাদে রয়্যালস একেবারেই ছন্দ পায়নি।
২০ ওভারে ১৪২ রান তুলল রয়্যালস
নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪২ রান তুলল পার্ল রয়্যালস। ১৫ বলে ১৯ রান করে শেষ বলে আউট হলেন ইয়ন মর্গ্যান।
MI-র জার্সি পরেই দুর্ধর্ষ বোলিং আর্চারের, নিলেন ৩ উই
চার ওভারে জোফ্রা আর্চার ২৭ রান দিলেন। তিন উইকেট নিয়েছেন। যিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। তাতে হাসি ফুটবে রোহিত শর্মার মুখে।
২ বলে ২ উইকেট আর্চারের
পরপর দু'বলে দুই উইকেট জোফ্রা আর্চারের। প্রথম বলেই আউট ফেরিসকো অ্যাডামস।
আউট মিলার
আউট ডেভিড মিলার। ৩১ বলে ৪২ রান করলেন পার্লস রয়্যালসের অধিনায়ক। ১৮.৩ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১৩৩ রান। উইকেট পেলেন জোফ্রা আর্চার।
কারানের ১৮ তম ওভারে উঠল ১৭ রান
১৮ তম ওভারে ১৭ রান দিলেন স্যাম কারান। প্রথমে ছক্কা মারলেন ডেভিড মিলার। তারপর শেষ বলে ছক্কা মারলেন ইয়ন মর্গ্যান। ১৮ ওভারে পার্লস রয়্যালসের স্কোর চার উইকেটে ১৩১ রান। ২৯ বলে ৪১ রানে খেলছেন মিলার। নয় বলে ১০ রান করেছেন মর্গ্যান।
১৬ তম ওভারে টানা ৫ ডট বল খেললেন প্রাক্তন KKR অধিনায়ক!
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রথমবার খেলতে নামলেন। প্রথম পাঁচটি বলই ডট খেললেন পার্লস রয়্যালসের ইয়ন মর্গ্যান। পাঁচ বলে করলেন শূন্য রান। তাও সেটাও ম্যাচের ১৬ তম ওভারে। ১৬ ওভারে স্কোর চার উইকেটে ১০৫ রান।
ছক্কা মারতে গিয়ে আউট বাটলার, ৪ উইকেট পড়ল রয়্যালসের
অর্ধশতরানের পরই আউট জোস বাটলার। যে বলে আউট হলেন, সেই বলটা ১০ বার পেলে সাড়ে নয়বার ছক্কা মারতেন। কিন্তু এবার বোল্ড হয়ে গেলেন। ৪২ বলে ৫১ রান করেন। ওলি স্টোন উইকেট নিলেন। ১৫.১ ওভারে পার্লস রয়্যালসের স্কোর চার উইকেটে ১০৪ রান।
অর্ধশতরান বাটলারের
৫০ রান করলেন জোস বাটলার। এক রান নিয়ে টি-টোয়েন্টিতে ৬১ তম অর্ধশতরান করলেন পার্লস রয়্যালসের ব্যাটার।
ঢিমেগতির ইনিংসে গতি আনার চেষ্টা মিলারের, সঙ্গে আছেন বাটলার
১৪ ওভার শেষ। পার্লস রয়্যালসের স্কোর তিন উইকেটে ৯৮ রান। ক্রিজে আছেন ডেভিড মিলার (১৮ বলে ২২ রান) এবং জোস বাটলার (৩৮ বলে ৪৮ রান)।
মিলারের পালটা আক্রমণ
১২ ওভারে পার্লস রয়্যালসের স্কোর তিন উইকেটে ৮২ রান। ১২ তম ওভারে হাত খোলেন ডেভিড মিলার। ১৯ রান হয়। পরপর তিনটি চার মারেন মিলার। মাঝে একটা ওয়াইডও হয়। ১০ বলে ১৫ রানে অপরাজিত মিলার। ৩৩ বলে ৪০ রানে খেলছেন জোস বাটলার।
MI-র বিরুদ্ধে প্রবল চাপে রয়্যালস, ক্রিজে বাটলার-মিলার
১০ ওভার শেষ। পার্লস রয়্যালসের স্কোর তিন উইকেটে ৫৮ রান। ক্রিজে আছেন জোস বাটলার (২৮ বলে ৩২ রান)। ডেভিড মিলার করেছেন তিন বলে এক রান।
রয়্যালসকে চেপে ধরেছে MI, পড়ল ৩ উইকেট
তৃতীয় উইকেট পড়ল পার্লস রয়্যালসের। ডেন ভিলাসকে বোল্ড করলেন ওলি স্টোন। সাত বলে ছয় রান করেন পার্লসের ব্যাটার। উইকেট পেলেন ওলি স্টোন। ৯.২ ওভারে পার্লসের স্কোর তিন উইকেটে ৫৬ রান।
ইংরেজকে জালে ফাঁসালেন রোহিতদের নয়া বোলার, ২ উইকেট পড়ল পার্লসের
আউউউউট! ফের উইকেট তুলে নিল MI কেপটাউন। মার্কো জানসেনের যমজ ভাই ডুয়ান প্রথম ওভারেই উইকেট নিলেন। যে ডুয়ানকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ বলে ১৩ রান করে আউট জেসন রয়। সাত ওভারে স্কোর দুই উইকেটে ৪৫ রান।
পাওয়ার প্লে'তে ৪১ রান তুলল রয়্যালস! টানছেন বাটলার
শেষ ছয় ওভার। পার্লস রয়্যালসের স্কোর এক উইকেট ৪১ রান। ষষ্ঠ ওভার করলেন রশিদ খান। ১০ রান দিলেন। জোস বাটলার ২০ বলে ২৬ রানে অপরাজিত আছেন। জেসন রয় আট বলে ১১ রান করেছেন।
১৩ রান দিলেন আর্চার
প্রথম ওভারে এক রানও খরচ করেননি। দ্বিতীয় ওভারে ১৩ রান খরচ করলেন জোফ্রা আর্চার। দ্বিতীয় বলেই তাঁকে ছক্কা মারেন ইংল্যান্ডের জোস বাটলার। একেবারে ট্রেডমার্ক শট। হেঁটে অফস্টাম্পের বাইরে চলে যান। তারপর কিপারের মাথার উপর বল তুলে দেন। ছক্কা হয়। পাঁচ ওভারে পার্লস রয়্যালসের স্কোর এক উইকেটে ৩১ রান।
সব দলই IPL মালিকদের
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ছ'টি দল আছে - MI কেপটাউন, পার্ল রয়্যালস, ডারবানস সুপার জায়েন্টস, জোবার্গ সুপার কিংস, সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং প্রিটোরিয়া ক্যাপিটালস। প্রতিটি দলই আইপিএলের মালিকদের দল। কোন দলে কোন কোন খেলোয়াড়রা আছেন, তা দেখে নিন - ক্লিক করুন এখানে
মেডেন উইকেট আর্চারের
মেডেন উইকেট জোফ্রা আর্চারের। কয়েকটি বল দুর্ধর্ষ করলেন MI কেপটাউনের তারকা। যা দেখে খুশি হবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
কারা কারা খেলছেন পার্লসের হয়ে?
পার্লস রয়্যালসের প্রথম একাদশ: জোস বাটলার (উইকেটকিপার), জেসন রয়, উইহান লুব্বে, ডেভিড মিলার (অধিনায়ক), ইয়ন মর্গ্যান, ডেন ভিলাস, ফেরিসকো অ্যাডামস, বর্ন ফর্টুইন, র্যামোন সিমন্ডস, কোডি ইউসুফ এবং তাবরেজ শামসি।
MI-র জার্সিতে মাঠে নেমে প্রথম ওভারেই উইকেট আর্চারের
প্রথম ওভারেই উইকেট পেলেন জোফ্রা আর্চার! প্রথম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। ২.৩ ওভারে পার্লস রয়্যালসের স্কোর এক উইকেটে নয় রান। আট বলে তিন রান করে প্যাভিলিয়নে ফিরলেন উইহান লুব্বে।
দুর্দান্ত শুরু কারানের, দিলেন মাত্র ১ রান
দারুণ শুরু স্যাম কারানের। প্রথম ওভারেই পার্লস রয়্যালসের দুই ব্যাটারকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রিয় অস্ত্র কারানকে সামলাতে গিয়ে সমস্যায় পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক তথা পার্লসের কিপার জোস বাটলার। দ্বিতীয় ওভারে মাত্র এক রান দিলেন কারান। দু'ওভারে পার্লসের স্কোর বিনা উইকেটে নয় রান।
কারা আছেন MI কেপটাউনের প্রথম একাদশে?
MI কেপটাউন প্রথম একাদশ: রাসি ভ্যান ডার দাসেন, গ্র্যান্ট রোয়েলফসেন (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন, ডেলানো পটজিটার, জর্জ লিন্ডে, স্যাম কারান, রশিদ খান (অধিনায়ক), ডুয়ান জানসেন, ওলি স্টোন এবং জোফ্রা আর্চার।
প্রথম ওভারে উঠল ৮ রান
শেষ প্রথম ওভার। পার্লসের স্কোর বিনা উইকেট আট রান। পাঁচ রানে খেলছেন জোস বাটলার। তিনিই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম চার মেরেছেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম রান করেছেন উইহান লুব্বে। প্রথম ওয়াইড দিয়েছেন জর্জ লিন্ডে।
নয়া যুগ শুরু হল T20 ফ্র্যাঞ্চাইজি লিগের
আজ শুরু হল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে MI কেপটাউন এবং পার্ল রয়্যালস। কেপটাউনের নিউল্যান্ডসে প্রথম ম্যাচ হচ্ছে। যে টুর্নামেন্টে মোট ছ'টি দল আছে। মোট ৩৩ টি ম্যাচ হবে।
শুরু হল খেলা
শুরু হল দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ। প্রথমে ব্যাট করছে পার্ল রয়্যালস। বল হাতে MI কেপটাউন। ব্যাট করছেন জোস বাটলার এবং উইহান লুব্বে। বল করছেন জর্জ লিন্ডে। স্পিনারদের দিয়ে বল শুরু রশিদ খানের।
টসে জিতে বোলিং MI কেপটাউনের, মাঠে নামছেন জোফ্রা আর্চার
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে টসে জিতলেন MI কেপটাউনের অধিনায়ক রশিদ খান। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। আজ খেলবেন জোফ্রা আর্চার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।