তারকাখচিত স্কোয়াড গড়েও এসএ-২০'র উদ্বোধনী মরশুমে চূড়ান্ত ব্যর্থ এমআই কেপ টাউন। ছয় দলের টুর্নামেন্টে একেবারে শেষে থেকে প্রথম বছরের অভিযান শেষ করল তারা। লিগে নিজেদের শেষ ম্যাচেও জো'বার্গ সুপার কিংসের কাছে বড় ব্যবধানে হার মানে এমআই। টুর্নামেন্টের ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পায় রশিদ খানের নেতৃত্বাধীন কেপ টাউন।
নিছক নিয়ম রক্ষার ম্যাচ হলেও এমআই শেষ লড়াইয়েও শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। ক্যাপ্টেন রশিদ ছাড়াও রাসি ভ্যান ডার দাসেন, ডেওয়াল্ড ব্রেভিস, টিম ডেভিড, স্যাম কারান, জোফ্রা আর্চার, কাগিসো রাবাদার মতো মহাতারকারা উপস্থিত ছিলেন এমআই দলে। বিশেষ করে কেপ টাউনের বোলিং আক্রমণ ছিল রীতিমতো ঝাঁ-চকচকে। যদিও তা সত্ত্বেও তারা যথেচ্ছ রান খরচ করে শেষ ম্যাচে।
ওয়ান্ডারার্সে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে। লিউস ডু'প্লয় ৪৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন। ম্যাথিউ ওয়েড করেন ১৮ বলে ৪০ রান। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।
খাতা খুলতে পারেননি জেএসকে-র দুই ওপেনার ফ্যাফ ডু'প্লেসি ও রীজা হেনড্রিক্স। মাত্র ৪ রান করে আউট হন সিবোনেলো। ডোনোভান ফেরেইরা ১৯, কাইল সাইমন্ডস ১৩ ও রোমারিও শেফার্ড ১৫ রান করেন। কেপ টাউনের হয়ে ২টি করে উইকেট নেন স্যাম কারান ও জোফ্রা আর্চার। ১টি করে উইকেট পকেটে পোরেন জর্জ লিন্ডে ও ডেওয়াল্ড ব্রেভিস। উইকেট পাননি রাবাদা, রশিদ ও ডেভিড।
জবাবে ব্যাট করতে নেমে এমআই ১৭.৫ ওভারে মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায়। ৭৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে তারা। ভ্যান ডার দাসেন ২০, গ্র্যান্ট রোয়েলফসেন ২১, ডেওয়াল্ড ব্রেভিস ২৭ ও টিম ডেভিড ১৭ রান করেন। ওয়েসলি মার্শাল ৪, জর্জ লিন্ডে ৪, ডেলানো ২, স্যাম কারান ২, রশিদ খান ৪ ও জোফ্রা আর্চার ২ রান করেন। খাতা খুলতে পারেননি রাবাদা।
সুপার কিংসের হয়ে কাইল সাইমন্ডস ও জেরাল্ড কোয়েটজি ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মাহিশ থিকসানা। ১টি করে উইকেট তোলেন লিজাড উইলিয়ামস ও ডোনোভান ফেরেইরা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডু'প্লয়।
এমআই ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লাস্টবয় হলেও সুপার কিংস ১০ ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করে। তারা আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।