বাংলা নিউজ > ময়দান > সচিন সর্বকালের সেরা, বিরাট এখনকার দিনে এক নম্বর, মত বিশ্বকাপজয়ী অজি দলনায়কের

সচিন সর্বকালের সেরা, বিরাট এখনকার দিনে এক নম্বর, মত বিশ্বকাপজয়ী অজি দলনায়কের

সচিন ও কোহলি। ছবি- এপি।

সচিন ও কোহলির মধ্যে মিল হচ্ছে, দু'জনেই বড় সেঞ্চুরি করতে পছন্দ করে, ধারণা প্রাক্তন তারকার।

বর্ণোজ্জ্বল কেরিয়ারে যাঁদের সতীর্থ অথবা প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমেছেন মাইকেল ক্লার্ক, তাঁদের মধ্য থেকে নিজের দেখা সেরা ৭ জন ব্যাটসম্যানের নাম জানালেন তিনি। আশ্চর্যের বিষয় হল, এই ৭ জন সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন মাত্র ১ জন অজি তারকা।

বিশ্বকাপজয়ী অজি দলনায়কের বেছে নেওয়া সেরা সাত ব্যাটসম্যানের মধ্যে জায়গা পেয়েছেন ২ জন ভারতীয়, যাঁদের মধ্যে একজনকে তিনি সর্বকালের সেরা এবং অন্যজনকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত করেছেন।

এছাড়া ২ জন প্রোটিয়া তারকা রয়েছেন ক্লার্কের পছন্দের তালিকায়। বাকি ২ জনের একজন কিংবদন্তি ক্যারিবিয়ান এবং অপরজন প্রাক্তন সিংহলি অধিনায়ক। এই সাত জনকে কেন পছন্দ তাঁর, সেটাও জানিয়েছেন ক্লার্ক।

প্রাক্তন অজি অধিনায়কের পছন্দের এই সাত ব্যাটসম্যান হলেন, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়র্স, জ্যাক কালিস, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা।

সচিন ও কোহলি সম্পর্কে ক্লার্ক বলেন, 'সম্ভবত সচিনই হলেন টেকনিক্যালি আমার দেখা সর্বকালের সেরা ব্যাটসম্যান। ওকে আউট করা সব থেকে কঠিন। টেকনিক্যালি ও কার্যত নিশ্ছিদ্র। বোলারদের অপেক্ষা করতে হতো কখন সচিন কোনও ভুল করবে। বিরাট কোহলি এই মুহূর্তে তিন ফর্ম্যাট মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান। সচিন ও কোহলির মধ্যে মিল হচ্ছে, দু'জনেই বড় সেঞ্চুরি করতে পছন্দ করে।'

ব্রায়ান লারাকে নিজের অন্যতম পছন্দের ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন ক্লার্ক। রিকি পন্টিংকে তিনি তাঁর দেখা সেরা অজি ব্যাটসম্যানের তকমা দিয়েছেন। কালিসকে দুরন্ত ব্যটসম্যান ছাড়াও সর্বকালের সেরা অল-রাউন্ডার বেছে নিয়েছেন। চাইছেন ডি'ভিলিয়র্স আবার দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামুন। সাঙ্গাকারাকে ক্রিকেটের প্রকৃত ভদ্রলোক সম্বোধন করেছেন ক্লার্ক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.