বাংলা নিউজ > ময়দান > টেনিস কোর্টে নামলেন সচিন-ধোনি! র‍্যাকেট হাতে নিয়ে কি নয়া চ্যালেঞ্জ নেবেন?

টেনিস কোর্টে নামলেন সচিন-ধোনি! র‍্যাকেট হাতে নিয়ে কি নয়া চ্যালেঞ্জ নেবেন?

মাস্টার ব্লাস্টার-ক্যাপ্টেন কুল। ছবি টুইটার

ধোনিকে দেখা গিয়েছে একটি হলুদ রঙের টিশার্ট এবং জিন্স পরিহিত অবস্থায়। সচিন পরেছিলেন একটি হাল্কা নীল রঙের টিশার্ট এবং জিন্স। উল্লেখ্য এই দুই ক্রিকেটারের লন টেনিসের প্রতি প্রেম কারুর অজানা নয়‌।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের দুই অন্যতম বড় তারকা সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি। একজন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি। আর অপরজন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক। এই দুই ক্রিকেটার অবসর নিয়েছেন দীর্ঘদিন হল। তবে তাদের জনপ্রিয়তা একটুও কমেনি। তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ফের একবার। দুই তারকার টেনিস রাকেট হাতে ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতে। ভক্তদের অনেকেই প্রশ্ন করলেন টেনিস কোর্টে কি করছেন দুই তারকা!

তারা কি কোনও প্রীতি টেনিস ম্যাচ খেললেন? উত্তরটা একেবারেই না। এই দুই কিংবদন্তি টেনিস কোর্টে নেমে পড়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। দুই মহাতারকাকে একসঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে দেখে আহ্লাদে একেবারে আটখানা তাদের সমর্থককূল। টেনিস কোর্টে বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে আড্ডা দিতে দেখা গেল দুই কিংবদন্তিকে। সেই ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ধোনিকে দেখা গিয়েছে একটি হলুদ রঙের টিশার্ট এবং জিন্স পরিহিত অবস্থায়। সচিন পরেছিলেন একটি হাল্কা নীল রঙের টিশার্ট এবং জিন্স। উল্লেখ্য এই দুই ক্রিকেটারের লন টেনিসের প্রতি প্রেম কারুর অজানা নয়‌। উইম্বলডনে মাঝে মাঝে খেলা দেখতে দেখা যায় সচিনকে। কিংবদন্তি রজার ফেডেরার আবার সচিনের খুব ভালো বন্ধুও বটে। সাম্প্রতিককালে ধোনিকেও দেখা গিয়েছে ২০২২ সালের ইউএস ওপেনের ম্যাচ দর্শকাসনে বসে আনন্দ নিতে। প্রসঙ্গত ২০১৩ সালে অবসর নেন সচিন। এর ঠিক বছর ছয়েক বাদে ২০১৯ সালে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। সাম্প্রতিক সময়ে সচিনকে দেখা গিয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে। অন্যদিকে ধোনি আবার গত বছর পর্যন্তও আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। উল্লেখ্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আবার সচিনের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডস দল শিরোপাও জিতেছে। উল্লেখ্য এটি তাদের দ্বিতীয় শিরোপা জয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন