বারবার সচিন তেন্ডুলকর প্রমাণ করেছেন যে তিনি একজন ভোজনরসিক। তাঁর প্রিয় পাস্তা থেকে শুরু করে একটি খাঁটি গোয়ান খাবার উপভোগ করা সবই ভক্তদের সঙ্গে ভাগ করেছেন সচিন তেন্ডুলকর। অবশ্যই তিনি তাঁর সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ভক্তদের কাছে নিজের ভোজনরসিক হওয়ার বেশ কিছু প্রমাণ দিয়েছেন। সম্প্রতি, ক্রিকেটার তার আরেকটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাকে তাজা তৈরি বাজরা রুটি খেতে দেখা গেছে।
আরও পড়ুন… ক্ষমতা থাকলে আমি আক্রম, ইউনিসকে আজীবন ব্যান করতাম- ফের বোমা ফাটালেন রামিজ রাজা
সচিন তেন্ডুলকর নিজের সোশ্য়াল মিডিয়াতে সংক্ষিপ্ত একটি ক্লিপ শেয়ার করেছেন। যেখানে সচিন তেন্ডুলকরকে দুই মহিলার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সচিন এসে মহিলাদের জিজ্ঞাসা করছেন যে তারা কী রান্না করছেন। মহিলারা বলছেন যে তারা উনুনে আটা এবং বাজরা রোটি তৈরি করছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে কিংবদন্তি ক্রিকেটার বলেছেন যে উনুনের উপর তৈরি করা রোটির স্বাদই অন্য রকম হয়। কারণ গ্য়াসের উনুনে নিয়মিত রান্না করা রুটিগুলির চেয়ে এগুলো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এরপরে সচিন তেন্ডুলকর নিজের প্লেটটি গ্রামের সেই মহিলাদের কাছে নিয়ে আসেন যারা তাঁকে ঘি মাখানো রুটি পরিবেশন করেন। এই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উনুনে রান্না করা খাবারের স্বাদই অনন্য!’
আরও পড়ুন… পন্তের লিগামেন্ট ঠিক করার দায়িত্ব নিচ্ছে BCCI-এর মেডিক্যাল টিম
এই ভিডিয়োটি কয়েক ঘন্টা আগে শেয়ার করা হয়েছিল। শেয়ার হওয়ার পর থেকে এটি ছয় লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন এবং অনেকেই নিজেদের বেশ কিছু মন্তব্য রেখেছেন। মন্তব্যগুলির মধ্যে একটি মন্তব্যতে একজন নেটিজেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সচিন স্যার খুবই নম্র এবং ডাউন টু আর্থ। প্রার্থনা করছি ভালো ভাবে থাকবেন স্যার।’ অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াহ স্যার..আপনি খুবই নম্র।’ তৃতীয় একজন লিখেছেন, ‘স্যার সত্যিই আপনি ডাউন-টু আর্থ মানুষ, আপনি আমাদের সকলের অনুপ্রেরণা।’
কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর তার সরলতার জন্য পরিচিত। তার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে, সচিন তেন্ডুলকরকে রাজস্থানের মহিলাদের হাতে তৈরি রান্নার স্বাদ নিতে দেখা যাচ্ছে। সচিন তেন্ডুলকার যেকোনো পাঁচ তারা হোটেলে থাকতে পারেন। কিন্তু, তিনি সেখানে উনুনে তৈরি রান্নার স্বাদ পাবেন কিনা সেটা সন্দেহ আছে। সচিন তেন্ডুলকর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। এতে তিনি বলেছেন, উনুনের রান্নার স্বাদটাই আলাদা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।