বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে পাঁচ যুগের ১০ জন ক্রিকেটারকে আইসিসির হল অফ ফেমে জায়গা করে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে। সেই অনুযায়ী তারকাদের নামও ঘোষণা করা হয়।
উক্ত ১০ জনের মধ্যে যুদ্ধ-পরবর্তী যুগ থেকে যে দুইজন ক্রিকেটারকে এই বিশেষ সম্মান ভূষিত করা হয়, তাঁদের মধ্যে একজন হলেন কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার বিনু মানকড়।
ভারতের হয়ে ৪৪টি টেস্ট ম্যাচে পাঁচটি শতরানসহ ও ৩১.৪৭ গড়ে মোট ২১০৯ রান করার পাশাপশি বল হাতে ৩২.৩২ গড়ে ১৬২টি উইকেটও নিয়েছেন মানকড়। দখলে রয়েছে আটবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও। ১৯৫২ সালে চেন্নাইতে ৫৫ রানে দিয়ে তাঁর নেওয়া আট উইকেট ভারতকে প্রথম টেস্ট জিততে সাহায্য করে।
আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘ওঁ (মানকড়) মাত্র তিনজন ক্রিকেটারের মধ্যে অন্যতম যারা টেস্ট ক্রিকেটে সব পজিশনে ব্যাট করেছেন। পরবর্তী সময়ে ওঁ আরেক ভারতীয় কিংবদন্তি এবং আইসিসি হল ফেমার সুনীল গাভাসকরকেও কোচিং করান।’
কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটার আইসিসির হল অফ ফেমে জায়গা করে নেওয়ার পরই তাঁকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সচিন তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘মহান বিনু মানকড় আইসিসি হল অফ ফেমে জায়গা করে নেওয়ায় আমি উচ্ছ্বসিত। ভারতের গৌরবময় ক্রিকেট ইতিহাসে তিনি সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।’