শুভব্রত মুখার্জি:- ক্রীড়াজগতের কিংবদন্তি তাঁরা। বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে দুই মহাতারকার। একজন সচিন রমেশ তেন্ডুলকর এবং অপরজন হলেন রজার ফেডেরার। ক্রিকেট খেলাটাকে যেমন একদিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, তেমনই টেনিসের ক্যানভাসে তুলি দিয়ে একের পর এক অনবদ্য ছবি এঁকেছেন রজার ফেডেরার। দুজনেই নিজেদের খেলাটা ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবুও তাঁদের জনপ্রিয়তায় যে একটুও ভাঁটা পড়েনি, তা ফের একবার প্রমাণিত হল।
উইম্বলডনের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন দুই তারকা। সচিন গিয়েছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে। সেখানে ম্যাচ দেখার পরে জমিয়ে আড্ডা দিলেন দুই কিংবদন্তি। সেই আড্ডার ছবি পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। পাশাপাশি রজার ফেজেরারকে সেন্টার কোর্টে খেলতে দেখার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে নিজের 'এক্স' হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেন সচিন তেন্ডুলকর। যেখানে তাঁকে দেখা যায় রজার ফেডেরারের পাশাপাশি বসে আড্ডা দিতে। ক্যাপশনে তিনি লেখেন, 'রজার ফেডেরারের সঙ্গে দেখা করার সময়ে আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। গতকাল উইম্বলডনে তাঁর সঙ্গে দেখা হয়েছে। যদি কেউ আমায় প্রশ্ন করত যে আজকের এই দিনে আমি তাঁকে (রজার ফেডেরারকে) খেলতে দেখতে চাই কিনা! আমি নিঃসন্দেহে বলতাম রজার দ্যাট (অবশ্যই)। তবে এরপরেও বলতে চাই যে ওঁর সঙ্গে আলোচনা করতে পারাটাও দারুণ অভিজ্ঞতা।'
২০২৪ সালের উইম্বলডন এখন মাঝপথে। তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল আলেকজান্ডার জেরেভ এবং ক্যামেরুন নরি। এই দুই তারকার খেলা দেখতে উইম্বলডনের কোর্টে উপস্থিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। তাঁকে কোর্টেই সবাই দাঁড়িয়ে উঠে সম্মান জানান।
দর্শকদের ভালোবাসা দাঁড়িয়ে পরে হাত নাড়িয়ে গ্রহণ করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এই ম্যাচেই উপস্থিত হয়েছিলেন রজার ফেডেরারও। ম্যাচ শেষে দুই কিংবদন্তি একে অপরের সঙ্গে দেখা করেন। উইম্বলডনের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয় সচিন এবং ফেডেরারের ছবি। ক্যাপশনে লেখা হয় 'তোমরা কেউ জান না কখন কোথায় কার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে।'
উল্লেখ্য এই ম্যাচ দেখতেই আবার উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত ফুটবল কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর সঙ্গে জেরেভকে কোর্টেই মজা করতে দেখা যায়। জেরেভ পেপকে বলেন, ‘ফুটবল কোচিং করে হাঁপিয়ে উঠলে আমায় কোচিং করিয়ে দেবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।