বাংলা নিউজ > ময়দান > Sachin and Federer conversation: উইলম্বডনে ফেডেরারকে দেখে মারাত্মক দোটানায় সচিন! তারপর যেটা করলেন, তাতে খুশি হলেন

Sachin and Federer conversation: উইলম্বডনে ফেডেরারকে দেখে মারাত্মক দোটানায় সচিন! তারপর যেটা করলেন, তাতে খুশি হলেন

উইলম্বডনে সচিন তেন্ডুলকর এবং রজার ফেডেরার। (ছবি সৌজন্যে, এক্স @sachin_rt)

একদিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, তেমনই টেনিসের ক্যানভাসে তুলি দিয়ে একের পর এক অনবদ্য ছবি এঁকেছেন রজার ফেডেরার। দুজনেই নিজেদের খেলাটা ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবুও তাঁদের জনপ্রিয়তায় যে একটুও ভাঁটা পড়েনি, তা ফের একবার প্রমাণিত হল।

শুভব্রত মুখার্জি:- ক্রীড়াজগতের কিংবদন্তি তাঁরা। বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে দুই মহাতারকার। একজন সচিন রমেশ তেন্ডুলকর এবং অপরজন হলেন রজার ফেডেরার। ক্রিকেট খেলাটাকে যেমন একদিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, তেমনই টেনিসের ক্যানভাসে তুলি দিয়ে একের পর এক অনবদ্য ছবি এঁকেছেন রজার ফেডেরার। দুজনেই নিজেদের খেলাটা ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবুও তাঁদের জনপ্রিয়তায় যে একটুও ভাঁটা পড়েনি, তা ফের একবার প্রমাণিত হল।

উইম্বলডনের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন দুই তারকা। সচিন গিয়েছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে। সেখানে ম্যাচ দেখার পরে জমিয়ে আড্ডা দিলেন দুই কিংবদন্তি। সেই আড্ডার ছবি পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। পাশাপাশি রজার ফেজেরারকে সেন্টার কোর্টে খেলতে দেখার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি।

সোশ্যাল‌ মিডিয়াতে নিজের 'এক্স' হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেন সচিন তেন্ডুলকর। যেখানে তাঁকে দেখা যায় রজার ফেডেরারের পাশাপাশি বসে আড্ডা দিতে। ক্যাপশনে তিনি লেখেন, 'রজার ফেডেরারের সঙ্গে দেখা করার সময়ে আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। গতকাল উইম্বলডনে তাঁর সঙ্গে দেখা হয়েছে। যদি কেউ আমায় প্রশ্ন করত যে আজকের এই দিনে আমি তাঁকে (রজার ফেডেরারকে) খেলতে দেখতে চাই কিনা! আমি নিঃসন্দেহে বলতাম রজার দ্যাট (অবশ্যই)। তবে এরপরেও বলতে চাই যে ওঁর সঙ্গে আলোচনা করতে পারাটাও দারুণ অভিজ্ঞতা।'

২০২৪ সালের উইম্বলডন এখন মাঝপথে। তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল আলেকজান্ডার জেরেভ এবং ক্যামেরুন নরি। এই দুই তারকার খেলা দেখতে উইম্বলডনের কোর্টে উপস্থিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। তাঁকে কোর্টেই সবাই দাঁড়িয়ে উঠে সম্মান জানান।

দর্শকদের ভালোবাসা দাঁড়িয়ে পরে হাত নাড়িয়ে গ্রহণ করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এই ম্যাচেই উপস্থিত হয়েছিলেন রজার ফেডেরারও। ম্যাচ শেষে দুই কিংবদন্তি একে অপরের সঙ্গে দেখা করেন। উইম্বলডনের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয় সচিন এবং ফেডেরারের ছবি। ক্যাপশনে লেখা হয় 'তোমরা কেউ জান না কখন কোথায় কার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে।'

উল্লেখ্য এই ম্যাচ দেখতেই আবার উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত ফুটবল কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর সঙ্গে জেরেভকে কোর্টেই মজা করতে দেখা যায়। জেরেভ পেপকে বলেন, ‘ফুটবল কোচিং করে হাঁপিয়ে উঠলে আমায় কোচিং করিয়ে দেবেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.