শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন হল ক্রিকেটের ২২ গজকে আলবিদা জানিয়েছেন কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর। ক্রিকেট ছাড়লেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বর্তমানে চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম কোচিং স্টাফ হিসেবে নিজেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত রেখেছেন সচিন। কিংবদন্তি সচিন তেন্ডুলকর এর পাশাপাশি ব্রতী হয়েছেন ভবিষ্যতের তারকাদের খুঁজে বের করে আনতেও। ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে যৌথ উদ্যোগে চালু হয়েছে তার অ্যাকাডেমিও। কার অনুপ্রেরণায় এই অ্যাকাডেমি গঠন করেছিলেন সচিন সেকথাই প্রথমবার জনমানসের সামনে স্পষ্ট করলেন তিনি।
জাতীয় দল এবং আইপিএলে ক্রিকেটে না খেললেও খেলা ছাড়ার পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছেন তিনি। ফলে কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে যোথ উদ্যোগে তৈরি হয়েছে অ্যাকাডেমিও। কোচ, ধারাভাষ্যকার, ডাইরেক্টর অফ ক্রিকেটের মতন ঝামেলা ঝঞ্ছাটহীন লোভনীয় জীবন বেছে না নিয়ে অ্যাকাডেমি তৈরি করেছেন ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের তুলে আনতে। কেনও ভবিষ্যত তারকাদের শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি তা এবার খোলসা করলেন সচিন তেন্ডুলকর।
বৃহস্পতিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে। সেই ম্যাচে রোহিতদের মেন্টর সচিন ডাগ আউটেই ছিলেন। ম্যাচ চলাকালীন তাঁর একটি আড্ডামূলক সাক্ষাৎকার নেন সঞ্চালক হর্ষ ভোগলে। সেই সময়তেই সচিন জানান 'দাদার হাত ধরে ১২ বছর বয়স থেকে ক্রিকেট শিখছি। এতদিন ক্রিকেটার হিসেবে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা আগামী প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেই কারণেই অ্যাকাডেমি খোলার ভাবনা নিয়েছিলাম। এই ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই আমাদের অ্যাকাডেমি রয়েছে। ভারতে ছোট বয়সে প্রথম থেকেই ক্রিকেট শিখতে উৎসাহী অনেকেই। এই কারণেই দেশ এবং দেশের বাইরেও অ্যাকাডেমি খুলেছি।'
সচিন আরও যোগ করেন 'নিজের বাবাকে দেখেছি। বাবা অধ্যাপক ছিলেন। সপ্তাহান্তে লেকচার দিতে যেতেন। ফলে আমার ক্রিকেটার হওয়া, দাদার আমাকে ক্রিকেটার তৈরি করা, তার পাশাপাশি বাবার ছাত্রদের ভবিষ্যত তৈরির নেশা, এই সমস্ত ভাবনা চিন্তাকে কাজে লাগিয়েই অ্যাকাডেমি তৈরি করেছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।