বাংলা নিউজ > ময়দান > ‘তুমি ভীষণ প্রতিভাবান ছিলে’, অবসর নেওয়া শ্রীসন্তের জন্য শুভেচ্ছাবার্তা সচিনের

‘তুমি ভীষণ প্রতিভাবান ছিলে’, অবসর নেওয়া শ্রীসন্তের জন্য শুভেচ্ছাবার্তা সচিনের

ভারতীয় জার্সিতে শ্রীসন্ত ও সচিন। ছবি- ইন্সটাগ্রাম।

ভারতীয় সিনিয়র দলের হয়ে শ্রীসন্ত ২৭টি টেস্ট, ১০টি টি-২০ এবং ৫৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

শুভব্রত মুখার্জি

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হয়ে খেলাই শুধু নয় ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী সিনিয়র দল এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শান্তাকুমারন শ্রীসন্ত। গত বুধবার (৯ মার্চ) সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। তাঁর অবসর গ্রহণের কয়েকদিনের মধ্যেই তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে 'স্পেশাল' বার্তা পাঠালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

৩৯ বছর বয়সী শ্রীসন্ত একাধিক টুইট করার মধ্যে দিয়ে তার অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিয়ে সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। এরপরেই সচিন তেন্ডুলকর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর এবং শ্রীসন্তের একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি সবসময় তোমাকে অত্যন্ত প্রতিভাবান একজন বোলার হিসাবে গণ্য করেছি। তোমার মধ্যে প্রচুর দক্ষতা রয়েছে। বহু বছর ধরে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার দ্বিতীয় ইনিংসের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।'

প্রসঙ্গত, ভারতীয় সিনিয়র দলের হয়ে শ্রীসন্ত ২৭টি টেস্ট, ১০টি টি-টোয়েন্টি এবং ৫৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ৮৭, ওয়ানডেতে ৭৫এবং টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৭ টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৭ সালে তিনি ভারতীয় সিনিয়র দলের জার্সিতে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন। সেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে যোগিন্দর শর্মার বলে উইকেটের পিছনে শেষ উইকেটে মিসবাহ উল হকের ক্যাচ ধরেছিলেন শ্রীসন্তই। এছাড়াও তিনি ২০১১ সালের ফাইনাল ও বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রথম একাদশে খেলেছিলেন।

বন্ধ করুন