দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু'প্লেসি সম্প্রতি তিনজন ক্রিকেটারের নাম ঘোষণা করেছেন, যাঁরা তাঁর সর্বকালের সেরা একাদশের তালিকায় থাকবেন। সেই তালিকায় কোন কোন ক্রিকেটারকে রেখেছেন একবার জেনে নেওয়া যাক।
প্রোটিয়াদের হয়ে ২০১১ সালে ডু'প্লেসির আন্তর্জাতিক অভিষক হয়েছিল। এরপর থেকে ফাফ অসংখ্য সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন। সারা বিশ্বের বিভিন্ন লিগেও সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন তিনি। একটা সময় বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলেছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ডু'প্লেসিকে তাঁর নিজের সেরা একাদশের কথা জানতে চাওয়া হয়। সেখানে কাদের রাখবেন, সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, এবি ডি'ভিলিয়ার্স, লাসিথ মালিঙ্গা, রশিদ খানকে রাখবেন। এই তিন ক্রিকেটারকে তিনি জায়গা দিয়েছেন। তবে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির কথাও উল্লেখ করেছেন তিনি। ফাফ বলেছেন, ‘বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি আমার পছন্দের ক্রিকেটার।’
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ফাফ। দক্ষিণ আফ্রিকাকে ৩৬টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। মোট ৬৯ টি টেস্ট খেলে ৪১৬৩ রান করেছেন তিনি। এছাড়াও ১৪৩ টি ওডিআই ম্যাচ খেলে ৫,৫০৭ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৫০ টি-টোয়েন্টি ম্যাচে ১,৫২৮ রান করেছেন তিনি।
শুধু তাই নয়, ড্রেসিংরুম ভাগ করেছেন ডি'ভিলিয়ার্স-সহ অন্যান্য তারকা ক্রিকেটারদের সঙ্গে। আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন তিনি। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন তিনি।