বাংলা নিউজ > ময়দান > মুস্তাক আলির দলে অর্জুন, প্রথমবার মুম্বইয়ের সিনিয়র দলে জুনিয়র তেন্ডুলকর

মুস্তাক আলির দলে অর্জুন, প্রথমবার মুম্বইয়ের সিনিয়র দলে জুনিয়র তেন্ডুলকর

অর্জুন তেন্ডুলকর। ছবি- গেটি ইমেজেস।

BCCI রাজ্য দলগুলির স্কোয়াডে বাড়তি দু'জন করে ক্রিকেটার নেওয়ার অনুমতি দেয়।

অবশেষে সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে অর্জুন তেন্ডুলকরের। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বইয়ের টি-২০ স্কোয়াডে জায়গা পেলেন জুনিয়র তেন্ডুলকর।

প্রাথমিকভাবে মুস্তাক আলির জন্য ঘোষিত মুম্বই দলে জায়গা হয়নি সচিন পুত্রের। বিসিসিআই ২০ জনের স্কোয়াড নির্বাচনের অনুমতি দেওয়ায় জুনিয়র তেন্ডুলকরকে বাইরে রাখতে হয় মুম্বই নির্বাচকদের। তবে পরে বাড়তি দু'জন করে ক্রিকেটার স্কোয়াডে যোগ করার অনুমতি দেওয়া হয় বোর্ডের তরফে। সেই সুযোগেই মুম্বইয়ের সিনিয়র দলে প্রথমবার নাম লিখিয়ে ফেলেন অর্জুন।

২১ বছর বয়সী তেন্ডুলকর ছাড়াও স্কোয়াডে ঢুকেছেন পেসার ক্রুতিক হানাগাবদি। দুই ক্রিকেটারের মুস্তাক আলির দলে ঢোকর কথা জানিয়েছেন মুম্বইয়ের নির্বাচক প্রধান সলিল আঙ্কোলা।

মুম্বই মুস্তাক আলির এলিট গ্রুপ-ই'তে রয়েছে। তারা গ্রুপ ম্যাচগুলি খেলবে ঘরের মাঠে। ই-গ্রুপের ম্যাচগুলি খেলা হবে মুম্বইয়ে। গ্রুপে সূর্যকুমারদের লড়াই হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কেরল ও পুদুচেরির বিরুদ্ধে। টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলি খেলা হবে আমদাবাদে।

মুম্বই স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), আদিত্য তারে (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, আকর্ষিত গোমেল, সরফরাজ খান, সিদ্ধেশ ল্যাড, শিবম দুবে, শুভম রঞ্জনে, সুজিত নায়েক, সাইরাজ পাতিল, তুষার দেশপান্ডে, ধাওয়াল কুলকার্নি, মিনাদ মঞ্জরেকর, প্রথমেশ ডাকে, অথর্ব আঙ্কোলেকর, শশাঙ্ক আতার্দে, শামস মুলানি, হার্দিক তামোরে, আকাশ পারকার, সুফিয়ান শেখ, অর্জ্ুন তেন্ডুলকর ও ক্রুতিক হানাগাবদি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন