বিয়ে করেছেন সদ্য। তারপরই বিড়ম্বনার মধ্যে পড়লেন পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি। বিয়ে করার পর হঠাৎই রেগে গেলেন এই বোলার। গত ৪ ফেব্রুয়ারি করাচিতে জমকালো বিয়ের অনুষ্ঠান হয়। যেখানে অনেক পাকিস্তানের ক্রিকেটারও উপস্থিত ছিলেন। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিন।
আনশা ও শাহিনের বিয়ের ছবি ও ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে যায়। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সদ্য বিয়ে হওয়া শাহিন। সব ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এটি খুবই হতাশাজনক যে বারবার অনুরোধ সত্ত্বেও, আমাদের গোপনীয়তাকে আঘাত করা হয়েছে। কেউ না কেউ কোনও অনুমতি ছাড়াই আমাদের কিছু ছবি ও ভিডিও সকলের মধ্যে শেয়ার করছে। আমি বিনীতভাবে আবারও সকলকে অনুরোধ করব দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের জীবনের সবচেয়ে বড় দিনটিকে নষ্ট করার চেষ্টা করবেন না।’
শাহিদ আফ্রিদি তাঁর মেয়ের বিয়ের আগে টুইটারে লেখেন, ‘একটা মেয়ে তাঁর বাবার বাগানের সব থেকে ভালো ফুল। কারণ অনেক কষ্টে একটি সুন্দর ফুল ফোটে। কন্যা এমন একজন যার জন্য কোনও বাবা হাসে, স্বপ্ন দেখে এবং হৃদয়ের সবটুকু দিয়ে ভালবাসে। অভিভাবক হিসেবে আমি আমার মেয়েকে শাহিনের হাতে তুলে দিয়েছি। ওদের দুজনকে অভিনন্দন।’
শাহিন আফ্রিদি গত বছর হাঁটুতে চোট পান। পিএসএল-এর আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে নেটে ঘাম ঝরাচ্ছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘এমন সময় ছিল যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। আমার পেশির চোটের কোনও উন্নতি হচ্ছিল না। প্রায়ই আমি নিজেকে বলতাম এটাই যথেষ্ট আমি আর করতে পারব না। কিন্তু যখন আমি ইউটিউবে আমার বোলিং দেখতাম যে আমি কতটা ভালো করেছি। সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে বলেছিলাম আরেকটু চাপ নিতে হবে। একজন ফাস্ট বোলারের কাছে চোটের কারণে ক্রিকেট মিস করাটা হতাশাজনক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।