বাংলা নিউজ > ময়দান > একা মেয়ে কীভাবে যাবে! আজব যুক্তি দিয়ে অ্যাথলিটের যাত্রা ভঙ্গ করল SAI

একা মেয়ে কীভাবে যাবে! আজব যুক্তি দিয়ে অ্যাথলিটের যাত্রা ভঙ্গ করল SAI

সমীহা বারউইন। ছবি- টুইটার।

১০০ মিটার ট্র্যাকে জাতীয় রেকর্ড রয়েছে তামিলনাড়ুর অ্যাথলিটের দখলে।

মীরাবাঈ চানু থেকে পিভি সিন্ধু, সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলাদের সাফল্য চমকপ্রদ। আশা করা হচ্ছে অলিম্পিক্সে এই সাফল্য দেশে খেলাধুলোর চল বাড়িয়ে সব স্পোর্টসেই উন্নতি ঘটাবে। তবে এত আড়ম্বরের মধ্যেই স্পোটর্স অথরিটি অফ ইন্ডিয়া (সাই) তরফে একজন অ্যাথলিটকে আন্তর্জাতিক মানের এক টুর্নামেন্টে স্রেফ মহিলা হওয়ার কারণেই পাঠাতে নাকচ করে দেওয়া হয়েছে।

অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সমীহা বারউইন ২৩ অগস্ট থেকে পোল্যান্ডে শুরু হতে চলা চতুর্থ বধির অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কোয়ালিফাই করলেও, দলে একমাত্র মহিলা হওয়ায় তাঁকে দলের সঙ্গে পাঠাতে নারাজ সাই কর্তৃপক্ষ। তামিলনাড়ুর কন্যাকুমারি জেলার বাসিন্দা সমীহা একজন লং জাম্প এবং ১০০ মিটার ট্র্যাক অ্যাথলিট। তাঁর রেকর্ড ঈর্ষণীয়। জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ১৮ বয়সী সমীহার তিনটি সোনা জিতেছেন।

সাইয়ের এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন সমীহার মা সালামথ। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার মেয়ে একজন খুবই ভাল অ্যাথলিট। ফেডারেশনের তরফে অন্যায়ভাবে আমার মেয়েকে বাদ দেওয়া হয়েছে। ওরা আমাদের জানায় যে গোটা দলে শুধুমাত্র আমার মেয়েই একমাত্র মহিলা, তাই ওরা ওকে পাঠাতে পারবে না। টাকা পয়সায় টান থাকায় ওর সঙ্গে অন্য কাউকে পাঠানোও সম্ভব নয়।’

বধির অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশনের জন্য ১৬ জুলাই অল ইন্ডিয়া স্পোটর্স কাউন্সিল ফর দ্য ডেফ (এআইএসসিডি)-র তরফে ১০ জন পুুরুষ এবং দুইজন মহিলা অ্যাথলিটকে ট্রায়ালে ডাকা হয়। ১৮ বছরের সমীহা সেখানে কোয়ালিফাই করলেও অপর মহিলা করেননি। এই ঘটনার বিবরণ জানিয়ে ওই জায়গার এমপি বিজয়কুমার ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখলেও কোন সুরাহা মেলেনি। 

১৪ অগস্ট পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাকি দল। সমীহার পরিবার একটি ছোট কফির দোকান চালালেও বিজয়কুমারের তরফে তরুণীকে পোল্যান্ডে পাঠানোর জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেওয়ার কথাও অনুরাগ ঠাকুরকে লেখা চিঠিতে জানানো হয়। তবে কোথায় কী সামনে টুর্নামেন্ট থাকলেও চরম অনিশ্চয়তায় দিন কাটছে সমীহার। টোকিওয় অ্যাথলিটদের সাফল্যের পর এত আনন্দ আপ্যায়নের মধ্যেও যে দেশে খেলাধুলোর চল বাড়াতে গেলে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে, এই ঘটনাই তাঁর প্রমাণ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.