সাইনা নেহওয়াল ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য এক নতুন রেকর্ড গড়েছিলেন। তিনি দেশের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এরপর তাঁর উত্থান ভারতবাসীকে গর্বিত করেছে। দেশকে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সাইনা সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তিনি ২০২৪ প্যারিস অলিম্পিক্স নিয়ে মতামত প্রদান করেছিলেন। সাইনা বিশেষভাবে সমালোচিত হন যখন তিনি বলেছিলেন,কুস্তিগীর ভিনেশ ফোগট এবং তাঁর দলকে ওজন কমানো এবং স্বর্ণপদক হাতছাড়া হওয়ার জন্য দায় নিতে হবে। এনিয়ে সাইনা এবং তাঁর স্বামী, প্রাক্তন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপ নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে।
ঠিক কী বলেছেন সাইনা
আরজে আনমোল এবং অভিনেত্রী অমৃতা রাওয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে সাইনার স্বামী বলেন, 'প্যারিস অলিম্পিক্সের সময় সাইনা কিছু বলেছিল, তার প্রেক্ষিতে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম লোকেদের বলতে যে ও ব্রোঞ্জ পদক উপহার পেয়েছে'। এই বিষয় নিয়ে নেটিজেনদের এক হাত নিয়েছেন সাইনা। তিনি বলেন, 'আগে অলিম্পিক্সের যোগ্য করুন নিজেকে। অলিম্পিক্স স্তরে পৌঁছে দেখান, তারপর নয় মন্তব্য করবেন'। সাইনা নিজের ব্রোঞ্জ পদক পাওয়ার দিনের কথা স্মরণ করেন। ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়াং জিন দ্বিতীয় রাউন্ডের খেলার সময় চোটের কারণে খেলা থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন। প্রথম রাউন্ডে ২১-১৮ ব্যবধানে পরাজিত হয়েছিলেন সাইনা। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্পর্কে সাইনা বলেন, 'তিনি এমন খেলোয়াড় ছিলেন না যে কোর্টে কোনও ব্যথা বা আবেগ দেখিয়ে ছিলেন। কিন্তু তাঁর মুখ দেখে বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে এবং অপর প্রান্তে কিছু একটা হচ্ছে'।
সাইনা বলেন, 'এরপর আমি তাঁর প্রান্ত থেকে একটি হালকা শব্দ পাই এবং দেখি তিনি বসে পড়েছে। আমি বুঝতে পারিনি ঠিক কী ঘটেছে। পরের ২-৩ পয়েন্টে তাঁর হাঁটতে কষ্ট হচ্ছিল। এরপর হঠাৎ সে তাঁর হাত চেপে ধরল এবং আমি ভাবলাম কী হচ্ছে! আমি জিজ্ঞেস করায় তিনি বললেন, খুব খারাপ, খুব খারাপ'। এরপর তিনি আরও বলেন, 'গোপী স্যারকে তখন খুব খুশি দেখাচ্ছিল এবং তিনি বলেন আমি পদক জিতেছি। আমি তখনও কিছুই বুঝে উঠতে পারিনি'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।