শুভব্রত মুখার্জি :- ভারতের অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথম শাটলার এবং অবশ্যই প্রথম মহিলা শাটলার হিসেবে পদক জয়ের নজির গড়েছিলেন সাইনা নেহওয়াল। ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে তিনি জিতেছিলেন ব্রোঞ্জ পদক। সাইনার এই সাফল্যের পরে ভারতীয় ব্যাডমিন্টনকে বিশেষ করে মহিলা ব্যাডমিন্টনকে আরো বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি কার্যত অনুপ্রেরণার কাজ করেছেন। এখনও তিনি ব্যাডমিন্টন থেকে অফিসিয়ালি অবসর নেননি। তবে তাঁর শারীরিক সমস্যা তাঁকে বেশ ভোগাচ্ছে। আর্থারাইটিসের (বাতের) সমস্যায় ভুগছেন তিনি। যা তাঁকে বেশ ভোগাচ্ছে। সম্প্রতি এই কথা জানিয়েছেন তিনি নিজে। এর বিরুদ্ধে তিনি লড়াই চালাচ্ছেন।
‘টেস্টে ১০ হাজার রান করতে না পারলে লজ্জা হওয়া উচিত’! বিরাটকে নিয়ে বার্তা দেন ভাজ্জি!
এই মুহূর্তে সাইনা নেহওয়ালের বয়স ৩৪ বছর। বিশ্ব ক্রমতালিকায় প্রাক্তন শীর্ষস্থানীয় শাটলার তিনি।সাইনা জানিয়েছেন এতটাই তাঁর সমস্যা হচ্ছে যে তিনি ঠিক করে অনুশীলন করতে পারছেন না। পাশাপাশি তাঁর আরো মত যে এই সমস্যার ফলে তাঁর অনুশীলন করার ক্ষমতা কমেছে। তাঁর কোর্টে মুভমেন্টের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। তিনি এখনও অবসর নেননি।তবে এখন যা অবস্থা তাতে তাঁকে এই বছরের শেষে অবসর ঘোষণা করতে হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহাত ছাড়া বেড়ে ওঠা! প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী…
২০১২ লন্ডন অলিম্পিক গেমসের পর থেকেই তাঁর কেরিয়ার একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে। বারবার চোট আঘাতে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি শুটিংয়ের কিংবদন্তি গগন নারাংয়ের সঙ্গে 'হাউস অফ গ্লোরি' নামক এক পডকাস্টে এই বিষয়টি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-‘আমি খেলা ছাড়লে অন্য কেউ ধরবে! এটা অনেকা রিলে দৌড়ের মতো’! বলছেন দার্শনিক অশ্বিন…
সাইনা নেহওয়াল জানিয়েছেন ‘ আমার হাঁটুর অবস্থা খুব বেশি ভালো নয়। আমার আর্থারাইটিসের সমস্যাও রয়েছে।ফলে বেশ সমস্যায় রয়েছে। ৮-৯ ঘন্টা অনুশীলন করা।নিজেকে প্রস্তুত করা খুব সমস্যার। এই অবস্থাতে আমি কি করে বিশ্বের সেরা শাটলারদের চ্যালেঞ্জের মধ্যে ফেলব? আমি মনে করি আমার এই মুহূর্তে সময় এসেছে এইসব কিছু মেনে নেওয়া। কারণ মাত্র দুই ঘন্টার অনুশীলন করে তো আমি আর বিশ্বের সেরা শাটলারদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারব না তাই না! তাই আমাকে ভাবতে হবে।আমি কাঙ্ক্ষিত ফলাফল না পেলে হয়ত এই বছরের শেষ দিকে আমাকে অবসর নিয়েও ভাবতে হবে।ব্যাপারটা দুঃখের। কিন্তু আমি অবসর নিয়ে সত্যি বলতে ভাবনা চিন্তা করছি। একজন ক্রীড়াবিদের কাছে এই বিষয়টি খুব সাধারণ।এটা আসবেই কেরিয়ারে মেনে নিতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।