১৪ জুন, ২০১৮ তারিখটা আফগানিস্তান ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে। কেননা ওই দিনই আফগানরা প্রথমবার টেস্ট ক্রিকেটে মাঠে নামে। বেঙ্গালুরুতে রশিদ খানদের প্রতিপক্ষ ছিল ভারত। ম্যাচের ১১ জন ক্রিকেটার আফগানিস্তানের হয়ে প্রথমবার টেস্ট খেলার গৌরব অর্জন করলেও ওদেশে জন্মানো প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে রেকর্ড বইয়ে নাম রয়েছে অন্য কারও।
কিংবদন্তি সেলিম দুরানির জন্মস্থান হিসেবে কাবুলের কথা উল্লেখ রয়েছে রেকর্ড বইয়ে। ১৯৬০-১৯৭৩ পর্যন্ত সময়ে ভারতের হয়ে ২৯টি টেস্টে ১২০২ রান করেন দুরানি। উইকেট নেন ৭৫টি। সুতরাং আফগানিস্তানে জন্মানো প্রথম টেস্ট ক্রিকেটার হলেন সেলিম।
যদিও এই তথ্য কতটা সঠিক, তা নিয়ে সংশয় তৈরি হয় পরবর্তী সময়ে। গুলু এজেকিয়েলের লেখা ‘Myth-Busting’ বইয়ে দুরানির জন্মস্থান নিয়ে চমকপ্রদ তথ্য রয়েছে। বইয়ে লেখা হয়েছে, ‘সেলিম জানিয়েছেন যে, তাঁর জন্ম হয়েছিল খোলা আকাশের নীচে। উটের ক্যারাভ্যানে করাচি থেকে কাবুল যাওয়ার পথে খাইবার পাস অঞ্চলে তাঁর মা জন্ম দেন দুরানিকে।’
তবে এটা নিশ্চিতভাবে জানা যায়নি যে, সেই সময় অবিভক্ত ভারতের দিকেই ক্যারাভ্যান অবস্থান করছিল, নাকি বর্ডার টপকেছিল। যদি ক্যারাভ্যান আফগানিস্তানে প্রবেশ করার আগেই দুরানির জন্ম হয়ে থাকে, তবে রশিদরাই হবেন আফগানিস্তানে জন্মানো প্রথম ১১জন টেস্ট ক্রিকেটার। যদিও আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল দুরানিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।