বাংলা নিউজ > ময়দান > County Championship: কাউন্টিতে ৬৪ বলে সেঞ্চুরি প্রাক্তন CSK তারকার, দাপুটে হাফ-সেঞ্চুরি পাকিস্তানের রিজওয়ানের

County Championship: কাউন্টিতে ৬৪ বলে সেঞ্চুরি প্রাক্তন CSK তারকার, দাপুটে হাফ-সেঞ্চুরি পাকিস্তানের রিজওয়ানের

ঝোড়ো শতরান স্যাম কারানের। ছবি- গেটি।

কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পথে চার-ছক্কার ঝড় তোলেন স্যাম কারান।

টেস্টে ৩টি হাফ-সেঞ্চুরি রয়েছে, তবে কখনও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২২টি অর্ধশতরান করেছেন। এমনকি ৫০ ওভারের ক্রিকেটে ২ বার ও টি-২০ ক্রিকেটে ৭ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন স্যাম কারান। তবে কোনও ফর্ম্যাটেই কখনও সেঞ্চুরি করতে পারেননি। অবশেষে সেই আক্ষেপ মিটল একদা চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো তারকার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন সারের স্যাম কারান।

শুধু শতরান বলা ভুল হবে, বরং ঝোড়ো সেঞ্চুরি বলাই শ্রেয়। কেননা তিনি ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৬৪ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ১৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ১২৬ রান করে আউট হন কারান। কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে ক্রিকেটপ্রেমীদের পুরোদস্তুর মনোরঞ্জন করেন কারান।

আরও পড়ুন:- তাণ্ডব চালালেন টিম ডেভিড, তবে অধিনায়কোচিত ইনিংসে ম্যাচ জেতালেন পাক তারকা

যদিও স্যাম একাই নন, কেন্টের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন সারের আরও তিনজন তারকা। হাশিম আমলা করেন ১২৪। বেন গেডেসও ১২৪ রান করে আউট হন। এছাড়া উইল জ্যাকস ১০৩ রান করে অপরাজিত থাকেন। সারে ৭ উইকেটে ৬৭৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে।

অন্যদিকে ডার্বিশায়ারের বিরুদ্ধে সাসেক্সের হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন পাক তারকা মহম্মদ রিজওয়ান। ডার্বি ৮ উইকেটে ৫৫১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ওয়েনি ম্যাডসেন ১৭৬ ও অনুজ দাল অপরাজিত ১৪৬ রান করেন। শান মাসুদ করেন ৪৬ রান।

আরও পড়ুন:- কাউন্টি খেলবেন ওয়াশিংটন, চুক্তিবদ্ধ হলেন সৌরভ, লক্ষ্মণদের প্রাক্তন দলের সঙ্গে

পালটা ব্যাট করতে নেমে সাসেক্স দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলেছে। রিজওয়ান অপরাজিত রয়েছেন ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন