মাস কয়েক আগকেই উইম্বলডন জুনিয়র খেতাব জিতে হুলুস্থুলু ফেলে দিয়েছিলেন মার্কিন মুলুকের ভারতীয় বংশোদ্ভূত বাঙালি ঘরের ছেলে সমীর বন্দোপাধ্যায়। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জুনিয়রে যুক্তরাষ্ট্র ওপেনে তাই তাঁর কাছ থেকে প্রচুর প্রত্যাশা ছিল সকলেরই। তবে সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিতে হল তাঁকে।
শীর্ষ আমেরিকান বাছাই ও টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সমীর, কোয়ার্টার ফাইনালে কোর্টে নেমে সুইজারল্যান্ডের জেরম কিমের বিরুদ্ধে। অষ্টম বাছাই জেরমকে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারিয়ে শুরুটাও বেশ ভালই করেছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না।
গত ম্যাচে যেখানে নিজে প্রথম খুইয়েও দুরন্ত কামব্যাক করে শেষ আটে নিজের জায়গা পাকা করেছিলেন ১৭ বছর বয়সী তরুণ, এই ম্যাচে তেমনই প্রথম সেট জিতেও বাকি দুই সেটে ৩-৬, ৪-৬ হেরে ম্যাচ হাতছাড়া হয় তাঁর। তৃতীয় সেটে প্রতিপক্ষের সার্ভ ব্রেক করার সুযোগ তো হাতছাড়া করেনই, উল্টো নিজে সার্ভ হাতছাড়া করেন সমীর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।