বাংলা নিউজ > ময়দান > AUS Open 2023: কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া, সঙ্গী রোহন

AUS Open 2023: কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া, সঙ্গী রোহন

সানিয়া মির্জা ও রোহন বোপান্না ( ফাইল ছবি)

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডাবলস থেকে বিদায় নিতে হয়েছিল সানিয়া মির্জাকে। কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে কার্যত হতাশ হতে হয় সানিয়াকে। তবে হাতে মিক্সড ডাবল ছিল। আর তাতেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন সানিয়া-বোপান্না জুটি। 

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্নার জুটি। অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের ডাবলসে হারতে হয় সানিয়াকে । তবে মিক্সড ডাবলসে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রোহন বোপান্নারা-সানিয়া জুটি। কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলতে নেমেছেন ৩৭ বছরের সানিয়া। তা জিততে তিনি রীতিমতো মরিয়া তিনি। সানিয়ার খেলা দেখেই তা বোঝা যাচ্ছে। মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে শেষ আটে পা রাখলেন ভারতের মহিলা টেনিস তারকা।

একসময়ে মেয়েদের ডাবলসের ক্রমতালিকায় ১ নম্বরে ছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের শেষ টুর্নামেন্টে মহিলা ডাবলসে হারেন তিনি। বেশিদূর এগোতে পারেননি সানিয়া মির্জা। দ্বিতীয় রাউন্ডেই হারে সানিয়া মির্জা ও আনা ড্যানিলিনার জুটি। তবে টুর্নামেন্ট জেতার আশা রয়েছে মিক্সড ডাবলসে। সোমবার এরিয়েল বেহের ও মাকাতো নিনোমিয়া জুটিকে হারান তারা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বিপক্ষকে ফিরে আসার সুযোগই দেননি তারা। ৭-৬ ব্যবধানে যেতেন দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে জেতার সঙ্গে সঙ্গেই কোয়ার্টার ফাইনালে তাদের জায়গা পাকা হয়ে যায়।

প্রথম থেকেই ম্যাচের স্টেয়ারিং নিজেদের হাতে রেখেছিলেন সানিয়া-বোপান্না। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেন উরুগুয়ে-জাপানি জুটি। প্রথম সেট যখন ৩-৩ ড্র। সেই সময় বোপান্না ও সানিয়া বিপক্ষের সার্ভ ভেঙে দেন। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের। প্রথম সেট জেতেন তাঁরা। প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও চলে লড়াই। টাইব্রেকারে ফাইনাল সেটে দুই পক্ষই নিজেদের সেরাটা উজাড় করে দেন। চাপের মুখে স্নায়ুর চাপ সামলে ম্যাচ জিতে নেন সানিয়ারা।

কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জাদের মুখোমুখি হবেন জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্ডেজ। লাটেভিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন জেলেনা ওস্তাপেঙ্কো এবং স্পেনের ডেভিড ভেগা হার্নান্ডেজ।

অন্যদিকে মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ওস্তাপেঙ্কো। তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন ইগা স্বোয়াতেককে হারানো এলেনা রাইবাকিনা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিজেদের পাতা ফাঁদেই পা! মুলতান টেস্টে ইনিংস হারের মুখে পাকিস্তান…পিচ নিয়ে বিতর্ক কন্যা পুজোয় ভুলেও কন্যাদের দেবেন না এই জিনিস, নাহলে মা’র রোষে মিলবে না পুজোর ফল ‘‌নিরাপত্তার কাজ কতদূর এগোলো?‌’‌ মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানতে চাইলেন ডাক্তাররা লাওসের মঞ্চে 'রামলীলা' দেখলেন মোদী, বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে নিলেন আশীর্বাদ একমাত্র বিনিয়োগে দেখেছিলেন লোকসান! কোন ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রতন টাটা? মান্যতাকে বিয়ের ১৬ বছর পর ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, পাত্রী কে? ‘‌শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক’‌, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ ‘বন্ধু চল বলটা দে,রাখব হাত তোর কাঁধে…’ফেডেরারের পথে হেঁটে টেনিসকে বিদায় নাদালের… অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার স্নিগ্ধা, হাত ধরে বসে ‘ভালোবাসার মানুষ' দেবাশিস কোথাও সাবেকিয়ানা, কোথাও থিমের কারিগরি:দেখুন দক্ষিণ কলকাতার বিখ্যাত মণ্ডপ-মূর্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.