শুভব্রত মুখার্জি: ভারতীয় লন টেনিসের ইতিহাসে শেষ হয়ে গেল এক বর্ণময় অধ্যায়। অবসর নিলেন ভারতের অন্যতম সেরা মহিলা লন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। কাকতালীয়ভাবে যেই কোর্ট থেকে নিজের প্রফেশনাল জীবনে চলা শুরু করেছিলেন তিনি। সেই কোর্টে শেষবারের মতো খেলেই অবসর নিলেন তিনি। হায়দরাবাদের কোর্টে এক প্রর্দশনী ম্যাচ খেলে তাঁর বর্ণময় কেরিয়ারের ইতি টানলেন তিনি। লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামে এদিন তাঁর কেরিয়ারের শেষ ম্যাচটি খেললেন সানিয়া। ম্যাচে উপস্থিত ছিলেন একাধিক তারকা। প্রর্দশনী ম্যাচে র্যাকেট হাতে খেলতে দেখা গেল তাদের। ভারতের হয়ে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং, সানিয়ার দীর্ঘদিনের সঙ্গী আমেরিকার বেথানি ম্যাটেক স্যান্ড এবং রোহন বোপান্না এদিনের ম্যাচে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত এই লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামেই দুই দশক আগে ডব্লুটিএ সিঙ্গেলস খেতাব জয়ের মধ্যে দিয়ে তাঁর প্রফেশনাল কেরিয়ার শুরু করেছিলেন সানিয়া মির্জা। এই বছরের দুবাই আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট ছিল তাঁর প্রফেশনাল কেরিয়ারের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আর এদিন প্রর্দশনী ম্যাচে খেলে তাঁর কেরিয়ারের ইতি টানলেন তিনি। ম্যাচে একাধিক তারকা অংশ নেওয়ার পাশাপাশি গ্যালারিতেও এদিন উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু।
এদিন এক ঝাঁ চকচকে লাল গাড়িতে করে স্টেডিয়ামে এসে পৌঁছন সানিয়া মির্জা। তাঁকে দেখেই চিৎকারে ফেটে পড়েন দর্শকরা। এদিন ম্যাচ শেষে বেশ আবেগপ্রবণ দেখিয়েছে সানিয়া মির্জাকে। তাঁর বিদায়ী ভাষণে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। দেশের হয়ে দীর্ঘ ২০ বছর খেলতে পারাটা যে তাঁর কাছে গর্বের সেই কথাই এদিন জানিয়েছেন সানিয়া মির্জা। ছবারের গ্রান্ড স্ল্যামজয়ী তারকা সানিয়া মির্জা। যার মধ্যে রয়েছে তিনটি মহিলা ডাবলস এবং তিনটি মিক্সড ডাবলসের খেতাব। স্টেডিয়ামে উপস্থিত সানিয়া মির্জার ভক্তদের দেখা যায় নানা ফেস্টুন, ব্যানার প্রদর্শন করতে। যেখানে তারকার অনুপস্থিতি তারা কতটা মিস করবেন তা তুলে ধরেন অনেকেই। ম্যাচ শুরুর আগে এদিন সানিয়া বলেন, 'আমি আপনাদের সামনে আমার কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছি। একটা আলাদা উত্তেজনা কাজ করছে।'
ম্যাচ শেষে আবেগপ্রবণ সানিয়া বলেন, 'দেশের হয়ে টানা ২০ বছর খেলতে পারাটা আমার কাছে গর্বের। প্রত্যেক ক্রীড়াবিদের দেশের হয়ে খেলার স্বপ্ন থাকে। উচ্চপর্যায়ে খেলার তো স্বপ্ন থাকেই। আর আমি সেটা করতে পারায় বেশি গর্বিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।