বাংলা নিউজ > ময়দান > US Open 2022: যুক্তরাষ্ট্র ওপেনের আগে দুঃসংবাদ দিলেন সানিয়া মির্জা, সোশ্যাল মিডিয়ায় তুললেন অবসরের প্রসঙ্গ

US Open 2022: যুক্তরাষ্ট্র ওপেনের আগে দুঃসংবাদ দিলেন সানিয়া মির্জা, সোশ্যাল মিডিয়ায় তুললেন অবসরের প্রসঙ্গ

সানিয়া মির্জা। (ছবি সৌজন্যে টুইটার)

বছরের শুরুতেই সানিয়া মির্জা জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ মরশুম।

যুক্তরাষ্ট্র ওপেনের আগে খারাপ খবর ভারতীয় টেনিসপ্রেমীদের জন্য। চোটের জন্য মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেনিস সুন্দরী নিজেই জানিয়েছেন চোটের কথা। তবে সঙ্গে একটি ভালো খবরও দিয়েছেন সানিয়া। তিনি জানিয়েছেন, ইউএস ওপেনের কোর্টে নামতে পারবেন না বলেই নিজের অবসরের পরিকল্পনা বদল করছেন তিনি।

আসলে বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের সময় সানিয়া ঘোষণা করেছিলেন যে, এটাই হতে চলেছে তাঁর শেষ মরশুম। সুতরাং, যুক্তরাষ্ট্র ওপেনই তাঁর কেরিয়ারের শেষ মেজর ইভেন্ট হওয়ার কথা ছিল। ফ্ল্যাশিং মিডো থেকে ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবেই সানিয়ার কেরিয়ার আরও একটু দীর্ঘায়িত হল বলা যায়। যদি আরও একটি মরশুম খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া, তবে আরও কিছুদিন তাঁকে লড়াইয়ে নামতে দেখা যাবে। যদিও অবসর পরিকল্পনা নিয়ে এর থেকে বেশি কিছু ইঙ্গিত দেননি তিনি।

আরও পড়ুন:- Manchester vs Liverpool: ঘরে-বাইরে জোড়া হারের পরে স্বস্তির জয়, সালাহর লড়াই ব্যর্থ করে লিভারপুলকে হারাল ম্যাঞ্চেস্টার

সোশ্যাল মিডিয়ায় সানিয়ার বার্তা।
সোশ্যাল মিডিয়ায় সানিয়ার বার্তা।

সানিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, দু'সপ্তাহ আগে কানাডায় খেলার সময় কনুইয়ে চোট পেয়েছিলেন, যা সেরে ওঠেনি। স্ক্যান করে জানতে পেরেছেন যে, টেন্ডন ছিঁড়েছে। সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে। তাই তিনি যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী সময়ে নিজের অবসর পরিকল্পনা নিয়ে অনুরাগীদের আপডেট দেবেন বলেও অশ্বাস দিয়েছেন সানিয়া।

আরও পড়ুন:- India vs Zimbabwe: সিকন্দরদের ইনিংস কি ভয় ধরিয়েছিল? মৃদু গলায় ডাকাবুকো জবাব রাহুলের, এই না হলে ভারত অধিনায়ক!

চলতি মরশুমের মেজর ইভেন্টে সানিয়ার সেরা পারফর্ম্যান্স হল উইম্বলডনের মিক্সড ডাবসলের সেমিফাইনালে ওঠা। তিনি মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন।

ওমেনস ডাবলসে এবছর সানিয়ার পারফর্ম্যান্স মোটেও ভালো নয়। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড, ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ড ও উইম্বলডনের প্রথম রাউন্ডেই হেরে বসেন ভারতীয় তারকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন