শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন আগেই ভারতের অন্যতম সেরা মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা ঘোষণা করেছিলেন চলতি মরশুম শেষেই তিনি টেনিস কোর্টকে খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে চলেছেন। ৩৫ বছর বয়সী তারকার ইচ্ছা তার শেষ মরশুমে গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতে ক্যারিয়ার শেষ করা। আর সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে এগিয়ে চলেছেন তিনি। রাজীব রামকে সঙ্গী করে পৌঁছে গেলেন চলতি অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে।
রবিবাসরীয় সকালে ভারতীয় তারকা সানিয়া মির্জা এবং আমেরিকার তারকা রাজীব রাম মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার এলেন পেরেজ এবং নেদারল্যান্ডসের ম্যাটউয়ি মিডল কপ জুটির। ম্যাচে সরাসরি সেটে বিপক্ষকে হারালেন সানিয়ারা। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৮-৬), ৬-৪। প্রথম সেটে দুই জুটির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলে। নিজেদের সার্ভিস গেমে বিপক্ষকে প্রথম সেটে কার্যত দাঁত ফোটাতে দেননি কোনও জুটিই। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও কেউ কাউকে কার্যত এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না।
শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন আগেই ভারতের অন্যতম সেরা মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা ঘোষণা করেছিলেন চলতি মরশুম শেষেই তিনি টেনিস কোর্টকে খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে চলেছেন। ৩৫ বছর বয়সী তারকার ইচ্ছা তার শেষ মরশুমে গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতে ক্যারিয়ার শেষ করা। আর সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে এগিয়ে চলেছেন তিনি। রাজীব রামকে সঙ্গী করে পৌঁছে গেলেন চলতি অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে।
রবিবাসরীয় সকালে ভারতীয় তারকা সানিয়া মির্জা এবং আমেরিকার তারকা রাজীব রাম মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার এলেন পেরেজ এবং নেদারল্যান্ডসের ম্যাটউয়ি মিডল কপ জুটির। ম্যাচে সরাসরি সেটে বিপক্ষকে হারালেন সানিয়ারা। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৮-৬), ৬-৪। প্রথম সেটে দুই জুটির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলে। নিজেদের সার্ভিস গেমে বিপক্ষকে প্রথম সেটে কার্যত দাঁত ফোটাতে দেননি কোনও জুটিই। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও কেউ কাউকে কার্যত এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না।
|#+|
প্রথম সেট টাইব্রেকারে ৮-৬ ফলে জিততে সমর্থ হয়। কোর্ট নম্বর তিনে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে দ্বিতীয় সেটে অবশ্য বিপক্ষের সার্ভিস গেম ব্রেক করতে সমর্থ হন সানিয়ারা। সেই ব্রেকে ভর করেই দ্বিতীয় সেট ৬-৪ ফলে জিতে ম্যাচ জিততে সমর্থ হন সানিয়া-রাম জুটি। উল্লেখ্য এর আগের রাউন্ডে সানিয়ারা অ্যালেকজান্ড্রা ক্রুনিক এবং নিকোলা চ্যাচিক জুটিকে হারিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন স্যাম স্টোউসার/ ম্যাথু এবডেন জুটি এবং জ্যামি ফুরলিস/ জ্যাসন কুবলের জুটির ম্যাচের জয়ীর বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।