Sania Mirza & Rohan Bopanna Australia Open Final Highlights: শেষটা কাব্যিক না হল না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরে গেলেন ভারতীয় টেনিসের ‘কুইন’। অস্ট্রেলিয়া ওপেনের সেই ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
'কখনও ভাবিনি, সন্তানের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলব', কান্না সানিয়ার
সানিয়া মির্জা: কখনও ভাবিনি যে আমার সন্তানের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলব।
'এটা কষ্টের কান্না নয়, আনন্দের কান্না', বিদায়বেলায় বললেন সানিয়া
সানিয়া মির্জা কথা শুরুর আগেই তুমুল হর্ষধ্বনি রড লেভার এরিনায়। সানিয়া বলেন, ‘আমি যদি কাঁদি, তাহলে সেটা কষ্টের কান্না হবে না। সেটা আনন্দাশ্রু হবে। আগে থেকেই সতর্কীকরণ দিয়ে রাখছি। তবে এই মুহূর্তটা আমি ব্রাজিলের জুটির থেকে কাড়তে চাই না। তোমরা দারুণ খেলেছ। আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চাইছিলাম (কেঁদে ফেলেন সানিয়া)। আমার পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল মেলবোর্নে। যখন ২০০৫ সালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে নেমেছিলাম।’
হৃদয়ভঙ্গ! কেরিয়ারের কাব্যিক শেষ হল না সানিয়ার, হার ফাইনালে
কাব্যিক শেষ হল না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরে গেলেন সানিয়ারা। খেলার ফল ৬-৭ (২-৭), ১-৬।
ব্রেকের মুখে সানিয়া মির্জার সার্ভ
ব্রেকের মুখে সানিয়া মির্জার সার্ভ। দ্বিতীয় সেটের অষ্টম গেমে ৩০-৪০ পয়েন্টে পিছিয়ে সানিয়ারা। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট।
১ গেম জিতলেই গ্র্যান্ডস্ল্যাম জয় ব্রাজিলের জুটির
হারের মুখে সানিয়া মির্জারা। সপ্তম গেম জিতল ব্রাজিলের জুটি। অষ্টম গেমে সার্ভিস করবে ভারতীয় জুটি। মির্জা/বোপান্না ২-৫ স্টেফানি/মাতোস।
সার্ভিস ধরে রাখল ভারতীয় জুটি
সার্ভিস ধরে রাখলেন রোহন বোপান্না। ৪০-০ পয়েন্ট হয়ে গিয়েছিল। সেখান থেকে দুটি পয়েন্টে হার সানিয়াদের। শেষপর্যন্ত সার্ভিস ধরে রাখল ভারতীয় জুটি। মির্জা/বোপান্না ২-৪ স্টেফানি/মাতোস।
প্রবল চাপে সানিয়ারা
সুযোগ আসছে। কিন্তু কাজে লাগাতে পারছেন না সানিয়া মির্জারা। দ্বিতীয় সেটের পঞ্চম গেমে ৪০-৪০ ছিল। সার্ভিস ব্রেকের সুযোগ ছিল। কিন্তু হল না। মির্জা/বোপান্না ১-৪ স্টেফানি/মাতোস।
দ্বিতীয় সেটে সার্ভিস খোয়ালেন সানিয়া, পড়লেন প্রবল চাপে
চতুর্থ গেমে সার্ভিস খোয়ালেন সানিয়া মির্জা। ৪০-৩০ পয়েন্টে এগিয়ে ছিলেন সানিয়ারা। সেখান থেকে পরপর দুটি পয়েন্ট খোয়ালেন। যে পয়েন্টে সানিয়ার সার্ভিস ব্রেক হল, সেটা দুর্দান্ত খেললেন রাফায়েল। মির্জা/বোপান্না ১-৩ স্টেফানি/মাতোস।
ভুলের পর ভুল বোপান্নার, সানিয়ার স্বপ্ন শেষ?
বোপান্না!!! বোপান্না!!! বোপান্না!!! একই গেমের দুটি পয়েন্টে বাজে ভুল। দু'বারই নেটে মারলেন। তাও যে একটুর জন্য নেটে লেগে গেল, সেটা নয়। একেবারে নীচের দিকে লাগল। দ্বিতীয় ভুলটা তো হল একেবারে ৪০-৪০ অবস্থায়। মির্জা/বোপান্না ১-২ স্টেফানি/মাতোস।
সার্ভিস হোল্ড সানিয়াদের
দ্বিতীয় সেটের নিজেদের সার্ভে প্রথম গেমে জিতলেন সানিয়া মির্জারা। মির্জা/বোপান্না ১-১ স্টেফানি/মাতোস।
দুরন্ত ছন্দে দ্বিতীয় সেট শুরু ব্রাজিলের জুটির
দুরন্ত ছন্দে দ্বিতীয় সেট শুরু ব্রাজিলের জুটির। কোনও পয়েন্ট জিততে দিল না সানিয়া মির্জাদের। মির্জা/বোপান্না ০-১ স্টেফানি/মাতোস।
জয়ের দোরগোড়া থেকে প্রথম সেটে হার সানিয়াদের
প্রথম সেটে হারলেন সানিয়া মির্জারা। প্রথম সেট জিতল ব্রাজিলের জুটি। ৫৪ মিনিটে প্রথম সেটের ফয়সালা। মির্জা/বোপান্না ৬-৭ স্টেফানি/মাতোস (২-৭)। রীতিমতো হতাশ হবেন সানিয়ারা। ৫-৩ অবস্থায় প্রথম সেটের সার্ভ করছিলেন বোপান্না। সেখান থেকে সার্ভিস তো খুইয়েছিলেন। এবার প্রথম সেটও খুইয়েছিলেন।
ডবল ফল্ট দিয়ে টাইব্রেকার শুরু রোহনের
হায়! ডবল ফল্ট দিয়ে টাইব্রেকার শুরু রোহন বোপান্নার। চাপের মুহূর্তে ভুল করছেন। আপাতত টাইব্রেকারে ফল মির্জা/বোপান্না ১-৩ স্টেফানি/মাতোস।
টাইব্রেকারে গড়াল প্রথম সেট
চলতি ম্যাচে প্রথম ১১ টি গেমের একটিতেও সার্ভিস হোল্ড করতে পারেননি স্টেফানি। দ্বাদশ গেমে সেটাই করলেন। ৪০-৪০ অবস্থায় সেকেন্ড সার্ভে পয়েন্ট জিতে নিলেন। টাইব্রেকারে গড়াল প্রথম সেট। মির্জা/বোপান্না ৬-৬ স্টেফানি/মাতো।
সেট পয়েন্ট সানিয়াদের
প্রথম সেটের দ্বাদশ গেম। ম্যাচে টিকে থাকতে ব্রাজিলীয় জুটিকে জিততে হবে। ৪০-৪০। সেট পয়েন্ট সানিয়াদের।
গুরুত্বপূর্ণ গেমে সার্ভিস হোল্ড সানিয়ার
একাদশতম গেম। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ গেম। সেই গুরুত্বপূর্ণ গেমে সার্ভিস হোল্ড সানিয়া মির্জার। ওই গেম একটা সময় ৪০-৪০ হয়ে গিয়েছিল। তারপর জিতে গিয়েছেন সানিয়ারা। আপাতত অন-গেম চলছে। মির্জা/বোপান্না ৬-৫ স্টেফানি/মাতোস (সার্ভিস করবেন এবার)।
একনজরে সানিয়ার কেরিয়ার
WTA ডাবলস খেতাব: ৪৩। গ্র্যান্ডস্ল্যাম ডাবলস খেতাব: ৩। গ্র্যান্ডস্ল্যাম মিক্সড ডাবলস খেতাব: ৩। ডাবলসে এক নম্বর হয়েছিলেন।
সার্ভিস হোল্ড রাফায়েলের
রাফায়েল হোল্ড করলেন সার্ভিস। প্রথম সেটে পিছিয়ে পড়লেও আবার খেলায় ফিরল ব্রাজিলের জুটি। মির্জা/বোপান্না ৫-৫ স্টেফানি/মাতোস।
ফের সার্ভিস খোয়ালেন বোপান্না, বড় সুযোগ হাতছাড়া
বড় সুযোগ হাতছাড়া সানিয়া মির্জাদের। প্রথম সেটের জন্য সার্ভ করছিলেন বোপান্না। কিন্তু সার্ভিস ধরে রাখতে ব্যর্থ। নিজেদের সার্ভিস ব্রেক হওয়ার পরেই সানিয়াদের সার্ভিস ব্রেক স্টেফানিদের। মির্জা/বোপান্না ৫-৪ স্টেফানি/মাতোস (সার্ভ করবে)।
ফের ব্রেক সানিয়াদের, ১ গেম জিতলেই প্রথম সেটে জয়
দুর্দান্ত ডাউন দ্য লাইন ব্যাকহ্যাড রোহন বোপান্নার! অষ্টম গেমে জোড়া ব্রেক পয়েন্ট সানিয়া মির্জাদের। প্রথমেই খেল খতম। মির্জা/বোপান্না ৫-৩ স্টেফানি/মাতোস।
সানিয়ার দুরন্ত ফোরহ্যান্ড, হোল্ড করলেন সার্ভিস
সানিয়া!!! সানিয়া!! অ্যাঙ্গেলে সানিয়াকে পরাস্ত করার পরিকল্পনা? ও হো! কাজটা সহজ নয় বুঝিয়ে দিলেন সানিয়া মির্জা। সেইসঙ্গে সপ্তম সার্ভিস গেম হোল্ড করলেন। মির্জা/বোপান্না ৪-৩ স্টেফানি/মাতোস।
হতাশ হবেন বোপান্না
ষষ্ঠ গেমে পঞ্চম পয়েন্টের জন্য হা-হুতাশ করবেন রোহন বোপান্না। ৩০-৩০ অবস্থায় একটা সোজা পয়েন্ট মিস করলেন। ৪০-৩০ পয়েন্টে এগিয়ে গেল ব্রাজিলের জুটি। ৪০-৪০ করলেও শেষপর্যন্ত টানা দুটি গেম ব্রেক করতে পারলেন না সানিয়া। সার্ভিস হোল্ড রাফায়েলের। মির্জা/বোপান্না ৩-৩ স্টেফানি/মাতোস।
টানা ৩ গেম জয়, ফাইনালে কামব্যাক সানিয়াদের
ও হো!!!! একেই বলে আত্মবিশ্বাস। সার্ভিস ব্রেকের পরই দুরন্ত ছন্দে রোহন বোপান্না। সার্ভিসে নিজের ছন্দ ফিরে পেলেন। পঞ্চম গেমে ব্রাজিলের জুটিকে এক পয়েন্টও জিততে হবে। টানা তিনটি গেম জিতল ভারতীয় জুটি। মির্জা/বোপান্না ৩-২ স্টেফানি/মাতোস।
'ব্রেকস ব্যাক - ব্রাজিলের জুটির সার্ভিস ভাঙলেন সানিয়ারা
'ব্রেকস ব্যাক' - ব্রাজিলীয় জুটির সার্ভিস ভাঙলেন ভারতীয়রা। প্রথম গেমে যে সার্ভিস ব্রেক হয়েছিল রোহন বোপান্নার, তা ফেরত মিলল। মির্জা/বোপান্না ২-২ স্টেফানি/মাতোস।
সার্ভিস হোল্ড সানিয়া মির্জাদের
সার্ভিস হোল্ড সানিয়া মির্জাদের। যা তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। মির্জা/বোপান্না ১-২ স্টেফানি/মাতোস।
২-০ গেমে পিছিয়ে সানিয়ারা
আবারও ভুল রোহন বোপান্নার। প্রথম সেটে ২-০ গেমে এগিয়ে গেল ব্রাজিলের জুটি।
প্রথম গেমেই সার্ভিস খোয়ালেন বোপান্না
প্রথম সার্ভিসই ব্রেক হল সানিয়া মির্জা ও রোহন বোপান্নাদের। ফাইনালের শুরুতেই অ্যাডভান্টেজ লুইসা স্টেফানি ও রাফায়ের মাতোসের ব্রাজিলীয় জুটির। মির্জা/বোপান্না ০-১ স্টেফানি/মাতোস।
গ্র্যান্ডস্ল্যাম জিতে যাত্রা শেষ হবে সানিয়ার?
গ্র্যান্ডস্ল্যাম জিতে পেশাদার কেরিয়ার শেষ করতে পারবেন সানিয়া মির্জা? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। এখন অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে রোহন বোপান্নার সঙ্গে খেলছেন ভারতের টেনিস ‘কুইন’। লড়াইটা লুইসা স্টেফানি ও রাফায়ের মাতোস জুটির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।