নিজের জীবনের শেষ পেশাদার ম্যাচটি খেলে ফেললেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিসের ‘পোস্টার গার্ল’ সানিয়া মির্জা দুবাই টেনিস চ্য়াম্পিয়নশিপে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে কোর্টে নেমেছিলেন। সেই ম্যাচে সানিয়া ৪-৬, ০-৬ হারেন। এভাবেই সানিয়া মির্জার বর্ণময় পেশাদার টেনিস কেরিয়ারের ইতি হল। ছলছলে চোখে কোর্ট ছাড়লেন ৩৬ বছরের সানিয়া মির্জা। দীর্ঘ ২০ বছরের পেশাদার টেনিস কেরিয়ারের শেষটা সুখের হল না। জীবনের শেষ সেট ০-৬ হেরেই বিদায় নিলেন সানিয়া মির্জা।
আরও পড়ুন… তাঁকে প্রথম দেখেই লক্ষ্মণের কাছে গিয়েছিলেন- সিরাজের উত্থানের গল্প শোনালেন ভরত অরুণ
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসের ফাইনালে হেরে গ্র্যান্ডস্লামে শেষ ম্যাচে খেলেছিলেন সানিয়া। সানিয়া মির্জা আগেই জানিয়েছিলেন, দুবাই ওপেনই তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে। টেনিস থেকে অবসরের পর সানিয়াকে এবার ক্রিকেটে দেখা যাবে। মহিলাদের আইপিএলে স্মৃতি মান্ধনা, রিচা ঘোষদের ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র মেন্টর হিসেবে থাকছেন তিনি।
আরও পড়ুন… অস্ট্রেলিয়ার সম্মান বাঁচাতে কামিন্সদের কোচিং স্টাফ হিসাবে দলের সঙ্গে যুক্ত হতে চান ম্যাথু হেডেন
ভারতের কিংবদন্তি মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা তাঁর শেষ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পরাজয়ের মুখোমুখি হয়েছেন। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে পরাজয়ের শিকার হন সানিয়া। ইউএস এর ম্যাডিসন কিসের সঙ্গে মহিলাদের ডাবলস ইভেন্টে কোর্ট নেওয়া সানিয়া কুদারমেতোভা এবং স্যামসোনোভা জুটির কাছে ৬-৪, ৬-০ তে পরাজিত হয়েছিলেন। সানিয়া মির্জার ২০ বছরের দীর্ঘ টেনিস ক্যারিয়ারের শেষটা সুখের হল না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।