বাংলা নিউজ > ময়দান > ‘অশ্বিনের প্রতিদ্বন্দ্বী কে?’ তারকা স্পিনারকে T20 WC দলে রাখা নিয়ে সরব মঞ্জরেকর

‘অশ্বিনের প্রতিদ্বন্দ্বী কে?’ তারকা স্পিনারকে T20 WC দলে রাখা নিয়ে সরব মঞ্জরেকর

রবিচন্দ্রন অশ্বিন।

অতীতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সাফল্য়ের পিছনে বল ভূমিকা নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। কিন্তু সম্প্রতি এই দুই রিস্ট স্পিনারের জুটি সে ভাবে সফল নয়। সে ক্ষেত্রে অশ্বিন-চাহালকে দলে চাইছেন মঞ্জরেকর।

রবিচন্দ্রন অশ্বিনকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে রাখা হবে? তা নিয়ে বহু জল্পনা রয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অশ্বিনকে রাখা হয়েছিল। আর এ বারও বিশ্বকাপের দলে তাঁকে দলে রাখা নিয়ে জোরালো দাবি করেছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগের অন্য়তম চমক হতে পারেন আর অশ্বিনই।

আরও পড়ুন: Asia Cup-এ হয়তো ওপেন করতে পারেন কোহলি- বড় দাবি বিরাটের প্রাক্তন RCB সতীর্থের

মঞ্জরেকর স্পোর্টস ১৮-এর শো ‘স্পোর্টস ওভার দ্য টপ’-এ ​​বলেছেন, ‘এই মুহূর্তে ভারতীয় দলে অশ্বিনের প্রতিদ্বন্দ্বী কোথায়? স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহালের জায়গা পাকা। এই মুহূর্তে ছন্দে রয়েছে ও। রয়েছে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাও, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন। গত কয়েকটি আইপিএলে দেখা গিয়েছে, অশ্বিন কিন্তু বেশ কার্যকর বোলিং করেছে। যা ওর দলকে সুবিধে করে দিয়েছে। তাই আমার মনে হয়, চাহালের সঙ্গে অশ্বিনের জুটিটা জমবে ভাল।’

তামিলনাড়ুর এই অফস্পিনারের পক্ষে মঞ্জরেকর আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ মাঝের ওভারে স্পিনাররাই উইকেট নিয়ে বা রানের গতি কমিয়ে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে আসতে বড় ভূমিকা নেয়। যে ভাবে দক্ষিণ আফ্রিকার হয়ে তাবরেজ শামসি, কেশব মহারাজরা করে থাকে। চাহালের সঙ্গে অশ্বিনকেও সে ভাবে ব্যবহার করা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

আরও পড়ুন: চুলোয় যাক ফর্ম, বয়সের জন্য ভারতের T20 দলের ভাবনায় নেই শামি: রিপোর্ট

অশ্বিনের বোলিং প্রসঙ্গে মঞ্জরেকরের দাবি, ‘বিগত কয়েক বছরে অশ্বিন দুরন্ত ইকনমি রেখে বল করে যাচ্ছে। এ বার যদি সঙ্গে চাহাল কিংবা অন্য রিস্টস্পিনার থাকে, তা হলে কিন্তু ভারতীয় স্পিন বিভাগ মাঝের দিকে চমক দেখাতে পারে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে অশ্বিন কিন্তু রান কম দেয়। পাশাপাশি বিপক্ষকে ধাক্কা দেওয়ার কৌশলও আয়ত্ব করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইকেট তুলে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় রেখেছিল অশ্বিন। ও বিশ্বকাপের দলে থাকলে অন্য স্পিনারও সুবিধা পাবে।’

অতীতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সাফল্য়ের পিছনে বল ভূমিকা নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। কিন্তু সম্প্রতি এই দুই রিস্ট স্পিনারের জুটি সে ভাবে সফল নয়। মঞ্জরেকর তাই বলেছেন, ‘এই জুটিকে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় ব্য়বহার করবে না বলেই মনে হয়। হয় অক্ষর-চাহাল খেলুক অথবা অশ্বিন-চাহাল। যদি চাহাল অসুস্থ বা আনফিট থাকে, তা হলে কুলদীপকে নিয়ে ঝুঁকি নেওয়া যেতে পারে। কিন্তু কুলদীপ -চাহালকে এক সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখার সম্ভাবনা কম। ওয়ান ডে ক্রিকেটে অবশ্য এই জুটিকে ব্য়বহার করা যেতেই পারে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.