বাংলা নিউজ > ময়দান > সমালোচকদের মুখ বন্ধ করতে স্যামসনকে বিশেষ পরামর্শ দিলেন গাভাসকর

সমালোচকদের মুখ বন্ধ করতে স্যামসনকে বিশেষ পরামর্শ দিলেন গাভাসকর

সঞ্জু স্যামসন। ছবি- বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে সুযোগ না পেলেও, আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরেছেন স্যামসন।

আইপিএলের পর, ভারতীয় দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সিরিজ ড্র করার পর এবার টিম ইন্ডিয়ার পরবর্তী চ্যালেঞ্জ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে সেই সিরিজেই জাতীয় দলে কামব্যাক করছেন সঞ্জু স্যামসন।

আইপিএলের আগে শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেলেও, প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে জাতীয় দলে ডাক পাননি সঞ্জু। তবে আসন্ন বিশ্বকাপের সেরা ১৫ বাছাইয়ের উদ্দেশ্যে এবং ইংল্যান্ড সিরিজ নিয়ে দলের প্রধান তারকারা ব্যস্ত থাকায়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে একাধিক ‘ফ্রিঞ্জ’ ক্রিকেটার ভারতীয় দলে ডাক পেয়েছেন। সঞ্জুও তাদের মধ্যে একজন। আইপিএলে ১৪৬.৭৯ গড়ে ১৭ ইনিংসে ৪৫৮ রান করেছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন। 

আরও পড়ুন:- ‘ওর দুর্বলতাকেই কাজে লাগাবে প্রতিপক্ষ’, শ্রেয়সকে হুঁশিয়ারি ভারতের প্রাক্তনীর

তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও, ধারাবাহিকতার অভাবের জেরে বারংবার জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর মতে স্যামসনের নিজের সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করার সময় এসেছে। জাতীয় দলে স্যামসনের সুযোগ পাওয়ার প্রসঙ্গে Star Sports-এ এক পর্যালোচনাসভায় গাভাসকর বলেন, ‘সুযোগ তো সবারই বেশি বেশি করে পাওয়া উচিত, তবে সেই সুযোগটা তো কাজেও লাগাতে হবে। আমরা সবাই সঞ্জু স্যামসনের প্রতিভার বিষয়ে অবগত। ওকে কেবল ওর শট নির্বাচনই বারবার ডুবিয়েছে।’

আরও পড়ুন:- দলে রাখলে বিপর্যয় হবে- পন্তকে দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের, ফুঁসে উঠলেন নেটিজেনরা

সমালোচকদের জবাব দিতে ও নিজেকে প্রমাণ করতে স্যামসনের কী করণীয়, সেই পথও বাতলে দিয়েছেন গাভাসকর। ‘ও প্রথম বল থেকেই আক্রমণ করার চেষ্টা করে। তবে টি-টোয়েন্টিতেও ব্যাটাররা কয়েকটা বল দেখে নিয়ে যাতে নিজেকে সেট করতে পারে, সেইটুকু সময় থাকে। যদি ওর শট নির্বাচনটা আরেকটু উন্নত হয়, তাহলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট হোক বা ভারতের হয়ে, ও আরও বেশি ধারাবাহিক হতে পারবে। কেউ দলে ওর জায়গা নিয়ে আর প্রশ্ন তুলতে পারবে না।’ বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় মহাতারকা।

বন্ধ করুন