বাংলা নিউজ > ময়দান > মা হচ্ছেন ইংল্যান্ড প্রাক্তনী সারা টেলরের পার্টনার, ভাগ করে নিলেন খুশির খবর

মা হচ্ছেন ইংল্যান্ড প্রাক্তনী সারা টেলরের পার্টনার, ভাগ করে নিলেন খুশির খবর

সঙ্গীর সঙ্গে সারা টেলর। ছবি- টুইটার 

সঙ্গীর গর্ভাবস্থার ছবি সামনে এনে, আবেগঘন বার্তা শেয়ার করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর। 

ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার সারা টেলর জানালেন খুশির খবর। যে মা হচ্ছেন তাঁর পার্টনার ডায়না। সোশ্যাল মিডিয়ায় সারা তাঁর সঙ্গীর সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘যাত্রাটি সহজ ছিল না‌। এর অংশ হতে পেরে আমি খুশি।’ ৩৩ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার তাঁর টুইটে সোনোগ্রাফির ছবিও শেয়ার করেন।

ইংরেজ উইকেটরক্ষক ব্যাটার ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। মহিলা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা উইকেটরক্ষক এবং সবচেয়ে সফল ক্রিকেটার তিনি। টেলর ২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে ২০১৬ সালের মার্চ মাসে টেলর খেলা থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন। পরে অবশ্য বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ফের খেলা শুরু করেন।

 

২০১৭ বিশ্বকাপে টেলর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটান। তিনি ৩৯৬ রান সংগ্রহ করেন। গড় রাখেন ৪৯.৫০। টেলর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলায় ১৪৭ রান করেন। সেমিফাইনালে করেন ৫৪। ফাইনালে ভারতের বিপক্ষে ৪৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০০৬ ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটান সারা। ওয়ানডে টি-টোয়েন্টি এবং টেস্ট মিলিয়ে ২২৬ ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

সারা ওয়ানডেতে ইংল্যান্ডের মহিলা দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২৬ ম্যাচে ৩৮.২৬ গড় রেখে ৪০৫৬ রান করে অবসর নেন। তাঁর দুর্দান্ত কেরিয়ারে ২০১৪ সালের সেরা মহিলা ওডিআই ক্রিকেটার হিসাবে নির্বাচিত হন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০২২ সালে মেনস হান্ড্রেডের সহকারী কোচ হিসেবে ম্যাঞ্চেস্টার অরিজিনালসে যোগ দেন সারা।

টুইটারে সারার এই পোষ্টের পরই অনেক শুভেচ্ছা বার্তা এসেছে তাঁর কাছে। কিংবদন্তি অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘অভিনন্দন কিংবদন্তি। একটি চমৎকার যাত্রা অপেক্ষা করছে তোমার জন্য।’

বন্ধ করুন