শুভব্রত মুখার্জি: পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের একের পর এক তারকা ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শাদাব খান, হ্যারিস রউফদের সেই তালিকায় নাম লিখিয়েছেন বাঁহাতি ব্যাটার শান মাসুদও। বিয়েটা সেরে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটারও। আর তাঁর বিয়ের আসর জমিয়ে দিয়ে এখন সংবাদ শিরোনামে তাঁর সতীর্থ সরফরাজ আহমেদ। শান মাসুদের বিয়ের অনুষ্ঠানে আনন্দ, মজায় মাততে দেখা যায় উপস্থিত অতিথিদের। আর সেইসব অতিথিদের মনোরঞ্জনের দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নেন সরফরাজ। বিয়ের আসরে জনপ্রিয় হিন্দি গান গেয়ে অতিথিদের মাতাতে দেখা যায় তাঁকে। সেই অনুষ্ঠানের ভিডিয়ো, ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত মাত্র কয়েকদিন আগেই জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে সরফরাজের। অক্ষয় কুমার-অভিষেক বচ্চন অভিনীত এক জনপ্রিয় ছবির গান গাইতে দেখা যায় তাঁকে। ৩৫ বছর বয়সি এই কিপার ব্যাটারকে বেশ উপভোগ করেই গান গাইতে দেখা যায়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে দেখা যায় উপভোগ করে গান গাইতে। তিনি গাইতে শুরু করেন 'মুবারক হো তুমকো ইয়ে সাদি তুমহারি।' যেই গান শুনে পার্টিতে উপস্থিত সকলে হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন। অনেকে আবার তাঁর সঙ্গে গলাও মেলান।
উল্লেখ্য ২০১৯ সালের পরে তিনি ফের জাতীয় দলে ফিরেছেন গত বছর। ২০২২ সালে ঘরের মাটিতে লাল বলের ক্রিকেটের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে সরফরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে অনবদ্য ফর্মে ছিলেন তিনি। চার ইনিংস ব্যাট করে ৩৩৫ রান করেছিলেন তিনি। যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান এবং একটি শতরান। টেস্টে এটি ছিল তাঁর চতুর্থ শতরানের ইনিংস। প্রসঙ্গত মহম্মদ রিজওয়ানের বদলে দলে জায়গা পান সরফরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হতে হয় পাকিস্তানকে। সেই সিরিজে ব্যাট হাতে একেবারেই ফর্মে ছিলেন না রিজওয়ান। তারপরেই দলে সুযোগ পান সরফরাজ। সেই সুযোগকে তিনি পুরোপুরি কাজে লাগাতেও সক্ষম হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।