মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, অজিঙ্কা রানের মতো সুপারস্টারদের সঙ্গে একাসনে বসে পড়তে পারেন সরফরাজ খান। মুম্বইয়ের তারকা ব্যাটসম্যানের সামনে সুযোগ রয়েছে হাতেগোনা কয়েকজন ক্রিকেটার, যাঁরা রঞ্জির এক মরশুমে ১০০০ রানের গণ্ডি টপকেছেন, তাঁরে সঙ্গে একাসনে জায়গা করে নেওয়ার।
রঞ্জির এক মরশুমে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে ভিভিএস লক্ষ্মণের নামে। ১৯৯৯-২০০০ মরশুমে লক্ষ্মণ হায়দরাবাদের হয়ে ১৪১৫ রান করেন। এখনও পর্যন্ত মোট ১০ জন ক্রিকেটার রঞ্জির এক মরশুমে হাজার রানের গণ্ডি টপকেছেন, যাঁদের মধ্যে তিনজন হলেন মুম্বইয়ের। ওয়াসিম জাফর, অজিঙ্কা রাহানে ও শ্রেয়স আইয়ারের পরে মুম্বইয়ের চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন নজির গড়তে পারেন সরফরাজ।
আরও পড়ুন:- Ranji Trophy Final: মুম্বই বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ফাইনালের আগে ৫টি চমকপ্রদ তথ্যে চোখ রাখুন
যদিও কাজটা সহজ নয় মোটেও। কেননা চার অঙ্কের রানে পৌঁছনোর জন্য এখনও সরফরাজের দরকার ১৯৭ রান। এবার রঞ্জির ৫ ম্যাচের ৭টি ইনিংসে ৮০৩ রান সংগ্রহ করেছেন সরফরাজ। যদিও রঞ্জিতে যেরকম লম্বা লম্বা ইনিংস খেলা অভ্যাসে পরিণত করেছেন সরফরাজ, তাতে তাঁর পক্ষে লক্ষ্যে পৌঁছনো একেবারে অসম্ভব নয়।
রঞ্জির এক মরশুমে ১০০০ রানের গণ্ডি টপকানো ব্যাটসম্যানরা:-
ব্যাটসম্যান | দল | রান | মরশুম |
---|
ভিভিএস লক্ষ্মণ | হাদরাবাদ | ১৪১৫ | ১৯৯৯-২০০০ |
রাহুল দালাল | অরুণাচলপ্রদেশ | ১৩৪০ | ২০১৯-২০২০ |
মিলিন্দ কুমার | সিকিম | ১৩৩১ | ২০১৮-২০১৯ |
শ্রেয়স আইয়ার | মুম্বই | ১৩৩০ | ২০১৫-২০১৬ |
প্রিয়ঙ্ক পাঞ্চাল | গুজরাট | ১৩১০ | ২০১৬-২০১৭ |
বিজয় ভরদ্বাজ | কর্নাটক | ১২৮০ | ১৯৯৮-১৯৯৯ |
ওয়াসিম জাফর | মুম্বই | ১২৬০ | ২০০৮-২০০৯ |
কেদার যাদব | মহারাষ্ট্র | ১২২৩ | ২০১৩-২০১৪ |
মায়াঙ্ক আগরওয়ার | কর্নাটক | ১১৬০ | ২০১৭-২০১৮ |
অজিঙ্কা রাহানে | মুম্বই | ১০৮৯ | ২০০৮-২০০৯ |
আরও পড়ুন:- Ranji Trophy 2022: দারুণ খেলেছেন বিরাট-কোহলি, রঞ্জির সেরা ১০-এর তালিকায় রয়েছেন বাংলার শাহবাজ
চলতি রঞ্জি ট্রফির ৭টি ইনিংসে সরফরাজের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৭৫, ৬৩, ৪৮, ১৬৫, ১৫৩, ৪০ ও অপরাজিত ৫৯ রান।