২০২১-২২ রঞ্জি ট্রফিতে সরফরাজ ৯৮২ রান করেছেন। তাঁর গড় ১২২.৭৫। রয়েছে চারটি সেঞ্চুরি এবং দু'টি হাফ-সেঞ্চুরি। গড় ১২২.৭৫। সর্বোচ্চ ২৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
চলতি রঞ্জিতেও সরফরাজ আছেন আগুনে ফর্মে। এখনই তিনি ৪৩১ রান করে ফেলেছেন ১০৭.৭৫-এর গড়ে। তাঁর স্ট্রাইক রেট ৭০.৫৪। জোড়া সেঞ্চুরি এবং একটি অর্ধ-শতরান আছে তাঁর। অন্ধ্রের বিরুদ্ধে ৫ রানে আউট হয়েছিলেন। এর পর হায়দরাবাদের বিরুদ্ধে সরফরাজ করেন অপরাজিত ১২৬, সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৭৫ ও ২০, তামিলনাড়ুর বিরুদ্ধে ১৬২ ও অপরাজিত ১৫। অসমের বিরুদ্ধে সরফরাজ অপরাজিত ছিলেন ২৮ রানে। তবু তিনি ব্রাত্য।
আরও পড়ুন: পরনে ধুতি, খালি গা, মাথায় টিকা- তৃতীয় ODI-এর আগে মন্দিরে সূর্য-কুলদীপরা
অথচ টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব, ইশান কিষাণরা। সীমিত ওভারের ক্রিকেটে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এই মহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। যদিও ওয়ান ডে ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা খুব একটা ভালো নয়। সাদা বলের ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে সূর্যকুমার টেস্ট স্কোয়াডে জায়গা করে নিলেও, তাঁকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন থাকছেই।
শুধু সূর্যকুমার নন, ইশান কিষাণের টেস্ট স্কোয়াডে ঢুকে পড়া নিয়েও প্রশ্ন উঠছে বিস্তর। যদিও পন্তের অনুপস্থিতিতে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন বলেই কিছুটা আড়ালে চলে গিয়েছে ইশানকে নিয়ে আলোচনা।
আরও পড়ুন: চলতি বছরের পুরোটাই কার্যত মাঠের বাইরে থাকতে হতে পারে পন্তকে, ODI WC-এও অনিশ্চিত
তবে ঘরোয়া রঞ্জিতে অবিশ্বাস্য ফর্মে থাকা সরফরাজ খানকে টপকে সূর্যকুমার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়ায় অবাক হয়েছেন অনেকেই। এক্ষেত্রে সূর্যকুমারের আগে সরফরাজ খানের টেস্ট দলে জায়গা পাওয়া উচিত ছিল বলে মনে করছেন সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞদের অনেকেই।
হতাশা, ক্ষোভে ফুটছেন সরফরাজ নিজেও। শুক্রবার ঘোষণা করা ভারতীয় স্কোয়াডে নির্বাচিত না হওয়ার পরে মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর রেকর্ড শেয়ার করেছেন। প্রথম স্টোরিতে একটি গ্রাফিক্স ছিল, যেখানে সরফরাজের প্রথম-শ্রেণীর গড় ৮০.৪৭ ছিল, কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ডন ব্র্যাডম্যানের পিছনে রয়েছেন তিনি। দ্বিতীয় স্টোরিতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে মুম্বইয়ের হয়ে তাঁর গড় ১১০.৭৩ ছিল।
বাস্তবিকই সরফরাজ গত কয়েক মরশুম ধরে ঘরোয়া ক্রিকেটে যে রকম ধারাবাহিক ভাবে রান করে চলেছেন, তেমন ধারাবাহিকতা দেখাতে পারেননি আর কেউই। তার পরেও মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে উপেক্ষিত থাকায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এ ক্ষেত্রে পুরনো একটি প্রসঙ্গ ঘুরে ফিরে উঠে আসছে বারবার। তবে কি রঞ্জি ট্রফিতে রান করার কোনও মূল্য নেই? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।