শুভব্রত মুখার্জি:- আগামী জুলাই মাস থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক গেমসের আসর। এই গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার ব্যাডমিন্টনে পুরুষ ডাবলস বিভাগের জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। বর্তমানে তাঁরা যে ফর্মে রয়েছেন, তা বেশ ভরসা জোগাবে ভারতীয় সমর্থকদের। এই ফর্ম ধরে রেখেই তাঁরা জিতে নিয়েছেন থাইল্যান্ড ওপেনের খেতাব। থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ প্রতিযোগিতায় তাঁরা চ্যাম্পিয়ন হয়েছেন। একেবারে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছে বিপক্ষকে। চিনের জুটিকে যে আধিপত্য নিয়ে হারিয়েছেন তারা তা রীতিমতো কুর্নিশযোগ্য। চিনের চেন বো ইয়াঙ্গ এবং লিউ ইকে তারা স্ট্রেট গেমে হারিয়ে এদিন খেতাব জয় নিশ্চিত করেছে। ম্যাচের ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৫,২১-১৫।
বিশ্ব ক্রমতালিকায় এই মুহূর্তে ২৯ নম্বরে রয়েছে এই চিনের জুটি। এটি বিডব্লুএফ ট্যুরে ভারতীয় জুটির নবম খেতাব। এশিয়া গেমস চ্যাম্পিয়নশিপের পরে এটি এই জুটির দ্বিতীয় খেতাব। মার্চে তাঁরা জিতেছিলেন প্যারিস ওপেন ৭৫০ সিরিজ। এছাড়াও তাঁরা ইন্ডিয়ান ওপেন ৭৫০ সিরিজ এবং মালয়েশিয়া সুপার ১০০০ সিরিজে রানার্স আপ হয়েছিল এই ভারতীয় জুটি। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে তাঁরা দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিল।
থাইল্যান্ড ওপেনের ফাইনালে এই জুটি পৌঁছান একটি গেমে ও না হেরে। ফলে স্বাভাবিকভাবেই এই খেতাব জেতার জন্য তাঁরা ফেভারিট ছিলেন। অন্যদিকে লিউ এবং চেন জুটি এর আগে কোনওদিন কোনও ফাইনালে হারেনি। ফলে লড়াই যে কঠিন হবে, তা জানাই ছিল। ম্যাচে বড়-বড় র্যালিতে জোর দেয় ভারতীয় জুটি। আর তাতেই আসে সাফল্য।
প্রথম গেমে একটা সময় ১০-৭ ফলে এগিয়ে গিয়েছিল চিনা প্রতিপক্ষ। এরপর ১৪-১১ ফলে লিড নেয় ভারতীয় জুটি। তারপরে আর তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষপর্যন্ত ওই এক ২১-১৫ ফলেই জিতে যায় তারা। দ্বিতীয় গেমটি ও একদম একই ব্যবধানে জিতে খেতাব জয় নিশ্চিত করে ভারতীয় জুটি। দ্বিতীয় গেমে ভারতীয় জুটি একটা সময়ে ৮-৩ পয়েন্টে এগিয়ে গিয়েছিল। সেখান থেকে একটা সময়ে লড়াই করে ১৫-১৪ করে চিনা জুটি। তবে শেষরক্ষা করতে পারেনি তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।