ইতিহাসের যেন সমার্থক শব্দ হয়ে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে একের পর এক নজির গড়ে চলেছে সেই 'সাই-চি' জুটি। সেটা প্রথম ভারতীয় জুটি (পুরুষ) হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জেতা হোক কিংবা প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নে ব্রোঞ্জ জয় হোক - সাত্বিক ও চিরাগের জুটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আর সেই জুটির ঐতিহাসিক জয়ের স্বর্ণালী খাতায় যুক্ত হল আরও একটি পাতা। রবিবার প্রথম ভারতীয় জুটি হিসেবে সুপার-১০০০ খেতাব জিতলেন সাত্বিক এবং চিরাগ। যে খেতাব এতদিন কোনও ভারতীয় পুরুষ জুটির ছিল না।
সাত্ত্বিককসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির ইতিহাস
১) কমনওয়েলথ গেমসে সোনা: ২০২২ সালে প্রথম ভারতীয় জুটি হিসেবে পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন সাত্ত্বিক এবং চিরাগ।
২) থমাস কাপে সোনা: ২০২২ সালের থমাস কাপে ঐতিহাসিক সোনা জিতেছিল ভারত। যা ভারতের প্রথম থমাস কাপ জয়। সেই ফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জিতেছিলেন সাত্ত্বিক এবং চিরাগ জুটি।
৩) বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ: প্রথম ভারতীয় জুটি ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সাত্ত্বিক এবং চিরাগ। তাঁদের আগে কোনও পুরুষদের ডাবলসে কোনও ভারতীয় জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক পায়নি।
৪) সুপার ৩০০ টুর্নামেন্ট জয়: ২০২৩ সালের মার্চে সুইপ ওপেন সুপার ৩০০ জিতেছিল সাত্ত্বিক এবং চিরাগ জুটি। যা ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ ভারতীয় তারকা জুটির চতুর্থ খেতাব ছিল।
৫) সুপার ৫০০ টুর্নামেন্ট জয়: ২০১৯ সালে থাইল্যান্ড ওপেন জিতেছিলেন সাত্ত্বিক এবং চিরাগ। সেই টুর্নামেন্ট জিতেও ইতিহাস গড়েছিলেন তাঁরা। প্রথম ভারতীয় জুটি হিসেবে সুপার ৫০০ খেতাব জয়ের নজির গড়েছিলেন।
৬) সুপার ৭৫০ টুর্নামেন্ট জয়: ২০২২ সালে সুপার ৭৫০ ফ্রেঞ্চ ওপেন জিতেছিল সাত্ত্বিক এবং চিরাগ জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে সেই নজির গড়েছিল। সেইসময় ওই জুটির র্যাঙ্কিং ছিল আট।
আরও পড়ুন: ভিডিয়ো: একটানা ৩ মিনিট ধরে চলল ২১১ শটের একটি র্যালি! ঘোর কাটছে না ব্যাডমিন্টন বিশ্বের
৭) এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা: ২০২৩ সালে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল সাত্ত্বিক এবং চিরাগ জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে সেই নজির গড়েছিল।
৮) সুপার ১০০০ টুর্নামেন্ট জয়: রবিবার ইন্দোনেশিয়া ওপেনে জিতে ইতিহাসের পাতায় নিজেদের নামের আরও একটি পৃষ্ঠা যোগ করল সাত্ত্বিক এবং চিরাগ জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।