বাংলা নিউজ > ময়দান > এনসিএতে বাংলার সহকারী কোচ সৌরাশিসকে প্রশিক্ষণ দেবেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার

এনসিএতে বাংলার সহকারী কোচ সৌরাশিসকে প্রশিক্ষণ দেবেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার

সৌরাশিস। ছবি টুইটার

২০০৫ সালের অ্যাশেজজয়ী দলের কোচিং স্টাফদের অন্যতম ছিলেন এই ট্রয় কুলি। শুক্রবারই বিসিসিআইয়ের তরফে সৌরাশিসকে বিষয়টি জানানো হয়েছে। সৌরাশিসদের প্রশিক্ষণের সময়তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন ভিভিএস লক্ষ্মণ।

শুভব্রত মুখার্জি: শেষ কয়েক বছরে বাংলার ক্রিকেট দল রঞ্জি ট্রফির শিরোপা জয় করতে পারেনি ঠিক। তবে অন্যতম ধারাবাহিক দলগুলোর মধ্যে অবশ্যই আসবে বাংলার নাম। ২০২০ মরশুমে ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে হার। সদর শেষ হওয়া মরশুমে সেমিফাইনালে পৌঁছেও হারতে হয়েছে বাংলাকে। বাংলার এই সাফল্যের প্রধান নেপথ্য কারিগর যদি হন হেড কোচ অরুণ লাল। তো অবশ্যই দ্বিতীয় নেপথ্য কারিগর তাদের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী। এবার তার সামনেই এসেছে বড় সুযোগ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বাংলার প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটার তথা বর্তমানে সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী।

অনিল কুম্বলে,রাহুল দ্রাবিড়দের শহর বেঙ্গালুরুতে রয়েছে বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)। সেখানেই প্রশিক্ষণ নিতে যাবেন সৌরাশিস লাহিড়ী। প্রসঙ্গত এই মুহূর্তে এনসিএর প্রধান কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। অর্থাৎ বাংলার সহকারী কোচ তার থেকে প্রশিক্ষণেরও সুযোগ পাবেন। চমকের এখানেই শেষ নয় সৌরাশিস সুযোগ পাবেন ট্রয় কুলির থেকে প্রশিক্ষণ নেওয়ার। উল্লেখ্য ২০০৫ সালের অ্যাশেজজয়ী দলের কোচিং স্টাফদের অন্যতম ছিলেন এই ট্রয় কুলি। শুক্রবারই বিসিসিআইয়ের তরফে সৌরাশিসকে বিষয়টি জানানো হয়েছে। সৌরাশিসদের প্রশিক্ষণের সময়তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। ৯ থেকে ২২ জুলাই পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।

এক সংবাদমাধ্যমকে সৌরাশিস জানিয়েছেন 'দারুণ একটা সুযোগ। কোচ হিসাবে নিজেকে আরও পরিণত করার সুযোগ পাব। বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকে ধন্যবাদ এই সুযোগ আমাকে দেওয়ার জন্য।' রঞ্জিতে বাংলার সহকারী কোচ হিসাবে কাজ করার আগে সৌরাশিস বাংলার অনূর্ধ্ব-২৩ দলেরও কোচ ছিলেন তিনি। উল্লেখ্য গোটা ভারতের মধ্যে চার-পাঁচ জনকে বেছে নেওয়া হয়েছে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য। উল্লেখ্য এই শিবিরে উপস্থিত থাকতে চলা অস্ট্রেলিয়ার ট্রয় কুলি এক সময় ইংল্যান্ড দলের বোলিং কোচ ছিলেন। গত বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁকে বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে কাজ করছেন তিনি। তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন